Kaliganj Bye-Election Results Live: জোড়াফুলের জয়জয়কার, কালীগঞ্জ থাকল তৃণমূলের হাতেই, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Bye-Election Results Live Updates: একদিকে তৃণমূলের টিকিটে লড়েছেন আলিফা আহমেদ। ন্যদিকে বিজেপির টিকিটে লড়েছেন আশিস ঘোষ। বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোট পড়েছিল ৬৯ শতাংশ। আজ সেই নির্বাচনের ফল প্রকাশ।   

Kaliganj Bye-Election Results Live: জোড়াফুলের জয়জয়কার, কালীগঞ্জ থাকল তৃণমূলের হাতেই, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
আজ কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল।Image Credit source: PTI

|

Jun 23, 2025 | 3:45 PM

আজ কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন যেন অ্যাসিড টেস্ট শাসক ও বিরোধী দলগুলির কাছে। একদিকে তৃণমূলের টিকিটে লড়েছেন আলিফা আহমেদ। তিনি প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে বিজেপির টিকিটে লড়েছেন আশিস ঘোষ। বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোট পড়েছিল ৬৯ শতাংশ। আজ সেই নির্বাচনের ফল প্রকাশ।

 

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Jun 2025 03:02 PM (IST)

    কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু শিশুর

    তৃণমূলের জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ ঘটনা নদিয়ার কালীগঞ্জে। বোমার আঘাতে মৃত্যু হল এক শিশুকন্যার। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 23 Jun 2025 02:11 PM (IST)

    মমতা-মোদীর সেটিং বলে অভিযোগ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর

    ভোটের ফলাফলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ বলেন,  “এই ফলাফল পুরোপুরি মমতা আর মোদীর সেটিং এর ফলাফল। আমরা এই ফলাফলে খুশি। কারণ গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে আমরা চার হাজার ভোট বেশি। সাম্প্রদায়িক এবং মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।”

  • 23 Jun 2025 02:08 PM (IST)

    ৪৯ হাজার ভোটে জয়ী তৃণমূল

    ভোট গণনার শেষে, মোট ৪৯ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে জয়ী হল তৃণমূল কংগ্রেস।

  • 23 Jun 2025 01:01 PM (IST)

    কালীগঞ্জে জয়ী তৃণমূল কংগ্রেস

    কালীগঞ্জ উপনির্বাচনে সবুজ ঝড়। বড় ব্যবধানে জয়ী তৃণমূলের আলিফা আহমেদ। বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ।

  • 23 Jun 2025 12:48 PM (IST)

    ফল ঘোষণার আগেই পোস্ট মুখ্যমন্ত্রীর

    কালীগঞ্জে জয় প্রায় নিশ্চিত। ফল ঘোষণার আগেই তাই জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি।

  • 23 Jun 2025 12:44 PM (IST)

    কালীগঞ্জে উড়ছে সবুজ আবির

    জয়ের পথে তৃণমূল কংগ্রস। ইতিমধ্য়েই সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে। জয়ের উল্লাস তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে ঘিরে।

  • 23 Jun 2025 12:28 PM (IST)

    ৮৫ হাজার ভোট পেয়েছে তৃণমূল

    কালীগঞ্জে এগিয়ে তৃণমূূলই। ইতিমধ্যেই শেষ হয়েছে ১৮ রাউন্ডের ব্যালট গণনা। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৫ হাজার ৪৩টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭ হাজারের অধিক ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৫ হাজারের অধিক ভোট।

  • 23 Jun 2025 11:30 AM (IST)

    ১২ রাউন্ড শেষেও এগিয়ে তৃণমূল

    কালীগঞ্জে অনেকটাই এগিয়ে শাসক শিবির। ১২ রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৫৬ হাজার ৪০৪। বিজেপি ২৫৪৩৭ ভোট পেয়েছে, বাম কংগ্রেসের জোট পেয়েছে ১৮৭৭০ ভোট।

  • 23 Jun 2025 10:42 AM (IST)

    নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল

    নবম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল। মোট প্রাপ্ত ভোট ৪২ হাজার ৩৪৮। বিজেপির প্রাপ্ত ভোট ১৮ হাজার ৯৫। তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। প্রাপ্ত ভোট ১৫ হাজার।

  • 23 Jun 2025 10:19 AM (IST)

    ৩২ হাজার ভোট পেল তৃণমূল

    সপ্তম রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৩২ হাজার ৩০৮।  বিজেপি পেয়েছে ১১ হাজার ৯৮৭।  বাম-কংগ্রেস ১৩ হাজার ১৪৪। নোটায় ভোট পড়েছে ৬৩৯।

  • 23 Jun 2025 10:09 AM (IST)

    চতুর্থ রাউন্ডের শেষেও এগিয়ে তৃণমূল

    চতুর্থ রাউন্ডে শেষেও ২৬০০ ভোটে এগিয়ে তৃণমূল। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় স্থানে নেমে যাওয়া কংগ্রেস, পুনরুদ্ধার করল নিজের দ্বিতীয় স্থান। চলছে গণনা। ওয়াকিবহাল মহল বলছে, ওই কেন্দ্রে এককালে কংগ্রেসের জোর থাকায় সেই ভিত্তিতেই ‘মাইলেজ’ পাচ্ছেন কাবিলউদ্দিন শেখ।

  • 23 Jun 2025 09:32 AM (IST)

    প্রথম রাউন্ডে কে কত পেল?

    ব্যালটে প্রথম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী, আলিফা আহমেদ ২৬১৫ ভোটে এগিয়ে রয়েছে। তাঁর প্রাপ্য ভোট চার হাজার ৪৪৪৫।  দ্বিতীয় স্থানে রয়েছে জোট প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ, তার প্রাপ্য ভোট ১৮৩০। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তাঁর প্রাপ্য ভোট ১১১২।

  • 23 Jun 2025 09:20 AM (IST)

    কত ভোটে এগিয়ে তৃণমূল

    ৩২০০ ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। তিনি মোট ৭০০০ ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। কংগ্রেস পেয়েছে ১৭০০ ভোট এবং বিজেপি ১২০০ ভোট।

  • 23 Jun 2025 09:19 AM (IST)

    দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল

    দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রায় তিন হাজারেরও বেশি ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত কংগ্রেস। তৃতীয় স্থানে বিজেপি।

  • 23 Jun 2025 08:50 AM (IST)

    পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল

    কালীগঞ্জে ভোটগণনার শুরুতেই এগিয়ে তৃণমূল। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী।

  • 23 Jun 2025 08:46 AM (IST)

    শুরু হল গণনা

    কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা শুরু হল। সকাল ৮টা থেকে গণনা চলছে।

  • 23 Jun 2025 08:00 AM (IST)

    সাড়ে ১২টার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা

    মোট ২৩ রাউন্ড গণনা হবে। মোট বুথ ৩০৯। সাড়ে ১২ টার মধ্যে ফল ঘোষণা-সহ যাবতীয় প্রক্রিয়া শেষ হবে। আশাবাদী রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) ও তাঁর দফতর।

  • 23 Jun 2025 07:59 AM (IST)

    সকাল ৮টা থেকে গণনা শুরু

    পানিঘাটা হাইস্কুলের গণনাকেন্দ্রে সকাল ৮ টা  গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট। তারপরে ইভিএম-এর ভোটগণনা হবে।