Nadia: লুকিয়ে এসেছিল ওরা, তারপরই ‘খেল’ দেখাল এ রাজ্যের পুলিশ
Bangladesh: জানা যাচ্ছে, নদিয়ার ধানতলা থানার কানিবাবনি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন কয়েকজন বাংলাদেশি। তার মধ্যে রয়েছেন এক মহিলা ও তিন জন পুরুষ রয়েছেন। এছাড়াও রয়েছেন তিন দালাল। অভিযুক্তদের গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ।
নদিয়া: অনুপ্রবেশ কি বাড়ছে ভারতে? কারণ, পড়শি বাংলাদেশ তপ্ত। সে দেশে সংখ্য়ালঘুদের উপর হিংসার ঘটনা প্রকাশ্যে আসছে। হিন্দুদের বাড়িঘর জ্বালানো হচ্ছে বলে অভিযোগ আসছে। এই আবহে কড়া প্রহরা ভারত-বাংলাদেশ ভারতে সীমান্তবর্তী এলাকায়। কিন্তু তারপরও অনুপ্রবেশের খবর প্রকাশ্যে এসেছে।
জানা যাচ্ছে, নদিয়ার ধানতলা থানার কানিবাবনি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন কয়েকজন বাংলাদেশি। তার মধ্যে রয়েছেন এক মহিলা ও তিন জন পুরুষ রয়েছেন। এছাড়াও রয়েছেন তিন দালাল। অভিযুক্তদের গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা বাংলাদেশি দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে লুকিয়ে-লুকিয়ে প্রবেশের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর ছিল ধানতলা থানার পুলিশের কাছে। তারপর পুলিশ গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযুক্তদের কাছ থেকে কোনও বৈধ ভিসা-পাসপোর্ট না থাকায় তাদের গ্রেফতার করে শনিবার রানাঘাট মহকুমা আদালতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অনুপ্রবেশের ঘটনায় মোট দশজনকে গ্রেফতার হয়েছে নদিয়া থেকে। এর মধ্যে সাত জন বাংলাদেশি।