Mithun Chakraborty: গ্রামে গ্রামে গরিব-মুসলিম ভাইবোনরা কাঁদছে, হাতে-পায়ে ধরছে: মিঠুন

Bengal BJP: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় সব কাঁচা বাড়ি পাকা করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন বিজেপির তারকা নেতা।

Mithun Chakraborty: গ্রামে গ্রামে গরিব-মুসলিম ভাইবোনরা কাঁদছে, হাতে-পায়ে ধরছে: মিঠুন
তেহট্টে মিঠুন চক্রবর্তী

| Edited By: Soumya Saha

Jan 25, 2023 | 10:04 PM

নদিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayet Elections 2023) আগে জেলায় জেলায় ঘুরে বেরাচ্ছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সভা করছেন। জনসংযোগ বাড়াচ্ছেন। এদিন তিনি পৌঁছে গিয়েছিলেন নদিয়ার তেহট্টে। সেখানে সভা করেন মিঠুন। বাংলার সঙ্গে যে তাঁর আত্মিক টান রয়েছে, সেই কথা তুলে ধরেন মিঠুন। বললেন, ‘সমস্ত গ্রামে গ্রামে গরিব মুসলিম ভাই-বোনরা কাঁদছে। হাতে-পায়ে ধরছে। বলছে, আমাদের ঘরটা কোথায় গেল।’ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় সব কাঁচা বাড়ি পাকা করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন বিজেপির তারকা নেতা।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদী নিজের বক্তব্য স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছিলেন। বলেছেন, দলের নীচুতলার কর্মীদের পৌঁছে যেতে হবে মুসলিম সমাজের কাছে। বিশেষ করে সীমান্তবর্তী এলকাগুলিতে যেখানে সংখ্যালঘুদের আধিক্য, সে সব এলাকায় গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে কর্মীদের। সম্প্রতি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও বলতে শোনা গিয়েছে, বাংলার সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে শাসক দল তৃণমূল। বাসন্তীর এক দলীয় সভা থেকে এমনই বার্তা দিয়েছেন সুকান্ত। সেদিন সুকান্তর সঙ্গে সভামঞ্চে ছিলেন মিঠুনও।

এদিন মিঠুন চক্রবর্তী বলেন, “আমি যা বলেছি, তা করে দেখিয়েছি। এবারও করে দেখাব। যত কাঁচা বাড়ি আছে, সব পাকা বাড়ি হবে।” তাঁর সাফ কথা, লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না, যদি পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসে, তাহলেই নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে দেখাবে পদ্ম শিবির। আবাস যোজনার কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তা নিয়ে এবার রাজ্যের শাসক দলকে একহাত নিলেন মিঠুন চক্রবর্তী। আশ্বাস দিলেন, নতুন বাংলা গড়ারও।

প্রসঙ্গত, এদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে তেহট্টের সভায় উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তিনিও এদিন আবাস থেকে শুরু করে রাজ্যের সাম্প্রতিক ইস্যুগুলিকে নিয়ে আক্রমণ শানান শাসক শিবিরকে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির বাতাবরণ।