
নদিয়া: বাড়ছে ভোটের গরম। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই বাংলায় আসবেন মোদী। প্রতিবারের মতো মতুয়া ফ্যাক্টর দিয়েই শুরু হবে ভোটপ্রচারের কাজ। আগামী ২০ ডিসেম্বর নদিয়ার রানাঘাটে রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা। মতুয়া অধ্যুষিত এলাকায় হয়েই এবার প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির।
বিজেপি সূত্রে খবর, বাংলার ভোটপর্বে মোট দশটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যার মধ্যে আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুর মিলিয়ে ইতিমধ্য়েই তিনটি করে ফেলেছেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যে করবেন বাকি সাতটি। যার সূচনা হতে চলেছে রানাঘাটের হাত ধরেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাটের তাহেরপুর এলাকায় নিজের জনসভা করবেন মোদী। ইতিমধ্য়েই নির্ধারিত ময়দানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির কাজ। বলে রাখা প্রয়োজন এই তাহেরপুর আবার একেবারে উদ্বাস্তু অধ্যুষিত এলাকা।
এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, ‘আগামী ২০ তারিখ তিনি আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা আসছেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে। বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলা হয়েও যায়। তাই আমরা আশা করব, বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে।’ কিন্তু প্রচারকাজের সূচনা রানাঘাট দিয়ে কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাজ্যে ঠাকুরনগরের পাশাপাশি মতুয়াগড় বলে পরিচিত এই নদিয়া জেলার রানাঘাট। সুতরাং, সেই মতুয়াদের মনের ‘খেয়াল রাখতেই’ রানাঘাট দিয়ে প্রচারের সূচনা।
বর্তমানে রাজ্য়ে চলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত মতুয়া শিবির। নাম বাদ যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে তাঁদের। সম্প্রতি বাঙালি বিজেপি সাংসদদের এই নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী। এসআইআর নিয়ে সমঝে কথা বলার বার্তা দিয়েছিলেন। মানুষের মনে, বিশেষ করে মতুয়া মনে যাতে কোনও ভয় না তৈরি হয়, সেই দিকটি সুনিশ্চিত করার বার্তা দিয়েছিলেন তিনি।