Nadia: সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, নদিয়ায় গ্রেফতার অভিযুক্ত

Nadia Arrest: আর এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত।

Nadia: সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, নদিয়ায় গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 27, 2025 | 1:59 PM

নদিয়া:  ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। নদিয়ার আড়ংঘাটা থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে।

আর এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত। শনিবার আনুমানিক বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ।

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয় আমজনতা। অবশেষে ধানতলা থানার ওসি কৌশিক করের অতি তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর অনেকেই আবার ভারতীয় সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। সে সময়ে একাধিক থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করে পুলিশ। এবার নদিয়াতে হঠাৎ কোনও প্রেক্ষিত ছাড়াই নিজের সামাজিক মাধ্যমে লাইভে এসে অসম্মানজনক মন্তব্য করতে থাকেন। ওই যুবকের ব্যবহার নিয়ে এলাকারও বহু মানুষ বিরক্ত। শুক্রবারই এই নিয়ে নদিয়ার একাধিক এলাকায় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ০০