Nadia: প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক
Nadia Murder Case: ইতিমধ্যেই তাহেরপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধার করে ইতিমধ্যেই তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ।

নদিয়া: গভীর রাতে পুকুরের ধার থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার তাহেরপুর থানার বীরনগরে। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরণগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলেও লাভের লাভ কিছু হয়নি। আশাপাশের এলাকা থেকে চেনা-পরিচিতদের বাড়িতে খোঁজ করলেও কোথাও তাকে পাওয়া যায়নি। এরইমধ্যে গভীর রাতে এলাকারই একটি পুকুরের ধারে নাবালিকার নিথর দেহ দেখতে পাওয়া যায়। মৃতার নাম অনুষ্কা মন্ডল। ১৫ বছরের অনুষ্কা পড়ছিল নবম শ্রেণিতে। তার আচমকা পরিণতিতে শোকের ছায়া বন্ধু-বান্ধবদের মধ্যেও।
ঠিক কী অভিযোগ করছে পরিবারের সদস্যরা?
খবর চাউর হতেই এলাকায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে তাহেরপুর থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। উত্যক্তও করছিল। অভিযোগ, প্রেম প্রস্তাবে সায় না দেওয়ার জন্যই ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে শুভ সরকার নামে ১৯ বছরের ওই যুবক।
ইতিমধ্যেই তাহেরপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধার করে ইতিমধ্যেই তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ। অন্যদিকে ধৃতকে এদিনই রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের কঠোর শাস্তির দাবি তুলেছে মৃতার পরিবারের সদস্যরা।
