Nadia: সুদে আসলে টাকা বেড়ে ২০ গুণ! আত্মঘাতী সিপিএমের প্রাক্তন প্রধানের স্বামী
Nadia: গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের কয়েকজন দুষ্কৃতীরা চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং সেই টাকা কয়েক মাসের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি হয়ে যায়। তা সময় মত দিতে না পারলে তাদের বাড়িতে বন্দুক নিয়ে চড়াও হয়।

নদিয়া: গ্রামেরই কয়েকজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। কিন্তু সুদে আসলে মিলে সেই ঋণ হয়ে যায় ২০ গুণ! তারপর বাড়িতে হানা দেয় পাওনাদাররা। টাকা দিতে না পারলে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকেন। এমনকি জোর করে জমি লিখিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। আত্মহত্যা সিপিএমের প্রাক্তন প্রধানের স্বামী। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার গোখুরাপোতা গ্রামে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মকবুল হোসেন।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের কয়েকজন দুষ্কৃতীরা চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং সেই টাকা কয়েক মাসের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি হয়ে যায়। তা সময় মত দিতে না পারলে তাদের বাড়িতে বন্দুক নিয়ে চড়াও হয়। রবিবার রাতে মকবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র নিয়ে হুমকি দেয় সুদের টাকা পরিশোধ করার জন্য। গত কয়েক মাস আগে ওই ব্যক্তির এক বিঘা জমি জোর করে রেজিস্ট্রি করে নেয় বলেও অভিযোগ।
তারপরও সুদের টাকার চাপ দিতে থাকে। সোমবার ভোর রাতে ঘরের ভিতর থেকে ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। একটি সোসাইড নোট লিখে যায় সুদ কারবারিদের নাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। চাপড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ।





