Nadia: আর পাঁচটা ব্যাগের মাঝেই রাখা ছিল, ছোট্ট সেই কালো হ্যান্ড ব্যাগটাই হন্যে হয়ে খুঁজছিলেন দুঁদে কর্তারা, কী ছিল তাতে?
Nadia: চাপড়া থানার এলেমনগর এলাকার কৃষ্ণনগর-করিমপুর রুটের একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখোপাধ্যায়ের নেতৃত্ব বিশাল বাহিনী।
নদিয়া: বাসের বাঙ্কারে আর পাঁচ জন যাত্রীর মালপত্রের সঙ্গেই রাখা ছিল ব্যাগটা। কিন্তু মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে যখন তল্লাশি চলছিল, দুঁদে কর্তাদের নজরে পড়ে সেই ব্যাগটাই। যার খোঁজে সন্ধান চালাচ্ছিলেন তদন্তকারীরা, ব্যাগ খুলতেই তা পেয়ে যান। নদিয়ার চাপড়ায় যাত্রিবাহী বাসের বাঙ্কার থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। গ্রেফতার করা হয়েছে চার জনকে।
পুলিশ সূত্রের খবর, চাপড়া থানার এলেমনগর এলাকার কৃষ্ণনগর-করিমপুর রুটের একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখোপাধ্যায়ের নেতৃত্ব বিশাল বাহিনী।
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রিবাহী বাসটিকে ঘিরে ধরে পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। বাসের বাঙ্কার থেকে প্রথমে বাদামের ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হল প্লাস্টিকে মোড়া ১৩০ প্যাকেট। সেগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১৪০ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় চার ধৃতদের নাম সাধু মণ্ডল,ইসফিল মণ্ডল, অভিজিৎ বিশ্বাস ও রথিন কুণ্ড গ্রেফতার করার হয়ছে।
জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতকে বুধবার আদালতে পেশ করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, করিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। উন্নতমানের গাঁজার এই প্যাকেটগুলি যাত্রিবাহী বাসে আনা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর,উদ্ধার হওয়ার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ টাকা বাসটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশের তথ্যের ভিত্তিতে ভেস্তে যায় পাচারকারীদের পরিকল্পনা।