Nadia: এই দেখুন ভোটারের আঙুল ধরে মহুয়ার বোতামে ছাপ! কাঠগড়ায় TMC নেতার ছেলে

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2024 | 7:58 PM

Lok Sabha Election 2024: এই চিত্র নদিয়ার। ভোটের শেষবেলায়ও অশান্তি কার্যতচ অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বিচ্ছিন্ন ঘটনা। জানা যাচ্ছে, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের জমপুকুর স্টেশন তালতলা পাড়া এলাকার ৮০/১৬০ নম্বর বুথে ভোট করাচ্ছিলেন প্রাক্তন প্রধান মইনুদ্দিন শেখের ছেলে দাবি বিজেপি।

Nadia: এই দেখুন ভোটারের আঙুল ধরে মহুয়ার বোতামে ছাপ! কাঠগড়ায় TMC নেতার ছেলে
ভোটারকে চিনিয়ে দিচ্ছেন কোন চিহ্নে ভোট দিতে হবে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: সামনে ইভিএম মেশিন। ভোটাররা যাচ্ছেন আর তারপর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্রকে ভোট দিতে। কে করছে? বিজেপির দাবি তৃণমূল নেতার ছেলে। এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, পদ্মফুল প্রার্থী অমৃতা রায়ের চিহ্নে ভোট দিতে বারণ করছেন তৃণমূল নেতার ছেলে। আর তারপর ভোটারের আঙুল ধরে নিজেই ঘাসফুলের বোতাম টিপছেন।

এই চিত্র নদিয়ার। ভোটের শেষবেলায়ও অশান্তি কার্যতচ অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বিচ্ছিন্ন ঘটনা। জানা যাচ্ছে, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের জমপুকুর স্টেশন তালতলা পাড়া এলাকার ৮০/১৬০ নম্বর বুথে ভোট করাচ্ছিলেন প্রাক্তন প্রধান মইনুদ্দিন শেখের ছেলে দাবি বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রাক্তন প্রধানের ছেলে ইভিএম মেশিনের সামনেই দাঁড়িয়েছিলেন। এরপর ভোটাররা গেলে তাদের ভোট দিতে নিষেধ করতে থাকেন তিনি। এই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় যদিও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, “অস্ত্র-বন্দুক-কাস্তে-হাতুড়ি নিয়ে ঘুরছে। ভোটাররা ভোট দিতে চাইছেন। কিন্তু ওরা ভয় পাচ্ছেন। কারণ ভোট দিলে রাত্রিবেলা ওদের উপর অত্যাচার হবে। আমি নিজে ভোটারদের সঙ্গে গিয়ে ওদের ভোট করালাম। আমি আইসি বিশ্বজিৎ ঘোষকে ফোন করি। উনি আসেননি। বললেন রাউন্ডে আছি। আমি কমিশনে জানাব।”

 

Next Article
Amrita Roy: ভোট চতুর্থীর শেষ বেলায় থানায় ছুটলেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা
Nadia: ভোট চলাকালীন বিকট শব্দ, সকলে বেরিয়ে এসে দেখে রক্তে ভাসছেন মহিলা…