
রানাঘাট: স্কুলে ঢুকে দাদাগিরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, একেবারে ভরা স্কুলের মাঝে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ে। ইতিমধ্যেই ওই কাউন্সিলরের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে।
এলাকার সারমেয়দের দীর্ঘদিন থেকেই খাবার দেন রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শতাব্দী রায়। তা নিয়েই আপত্তি কাউন্সিলরের। অভিযোগ, স্কুল চলাকালীন আচমকা সেখানে আসেন এলাকার তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত। অপমান করা হয় প্রধান শিক্ষিকাকে। ওই প্রধান শিক্ষিকা বলছেন, উনি বলছেন আপনার যদি এতই কুকুদের প্রতি ভালবাসা থাকে তাহলে স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন। বাড়িতে ডেকে নিয়ে যাবেন। তারপর খেতে দেবেন। কর্মক্ষেত্রে একজন জনপ্রতিনিধির থেকে এই ধরনের ব্যবহার আশা করিনি। আমি কুকুরদের খাওয়াই বা আমার বাড়ির লোকজন কুকুরদের খাওয়াই। সেটা তো আমাদের ব্যক্তিগত বিষয়। আমি খুবই অপমানিত হয়েছি। বিষয়টা থানায় জানিয়েছি।
যদিও অভিযোগকে পাত্তাই দিতে নারাজ অভিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। তিনি বলছেন, “পলিথিনে খাবার দিতে ওনাকে বারণ করেছিলাম। আমি ওনাকে বলেছি আপনি খাবার দিন, আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি, তখন সেই দায়িত্ব আমার।” এদিকে শুধু থানাতে নয়, রানাঘাট পৌরসভার পুরপ্রধানের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকা। পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলছেন, “স্থানীয় মানুষরা অভিযোগ জানানোর পর কাউন্সিলর অনুরোধ করতে গিয়েছিলেন। তর্কাতর্কি হচ্ছে। কিন্তু ওই শিক্ষিকাকে নিগ্রহ করা হয়নি। থ্রেটও দেওয়া হয়নি।”