Nabadwip Harassment: অসহিষ্ণু চৈতন্যভূম! ৭০০০ টাকার জন্য পোলে বেঁধে নগ্ন করা হল বৃদ্ধকে

Man tied in Electric Pole: ৭০০০ টাকা শোধ না করায় বয়স্ক ব্যক্তিকে বৈদ্যুতিন খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক চা দোকানির বিরুদ্ধে। ঘটনা ঘিরে রীতিমতো লোক জমে যায় নবদ্বীপের বুড়োশিবতলা রোড এলাকায়। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ।

Nabadwip Harassment: অসহিষ্ণু চৈতন্যভূম! ৭০০০ টাকার জন্য পোলে বেঁধে নগ্ন করা হল বৃদ্ধকে
পোলে বেঁধে রাখা হয়েছে বৃদ্ধকে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 7:10 PM

উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অমানবিকতার ছবি রাজ্যে। এ বার অসহিষ্ণুতার সাক্ষী থাকল চৈতন্যভূম নবদ্বীপ। ৭০০০ টাকা শোধ না করায় বয়স্ক ব্যক্তিকে বৈদ্যুতিন খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক চা দোকানির বিরুদ্ধে। ঘটনা ঘিরে রীতিমতো লোক জমে যায় নবদ্বীপের বুড়োশিবতলা রোড এলাকায়। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ এসে ওই বৃদ্ধ এবং অভিযুক্ত চা দোকানিকে থানায় নিয়ে যায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা।

নবদ্বীপের চায়ের দোকান রয়েছে কানাই দেবনাথ নামে এক ব্যক্তির। নবদ্বীপ হিন্দি স্কুলের সামনে তাঁর চায়ের দোকান। কানাইয়ের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৭ হাজার ২৫০ টাকা নিয়েছিলেন অরূপ সাহা নামে তামালতলার বাসিন্দা ওই বৃদ্ধ। কিন্তু টাকা নিলেও কোনও কাজ কানাইকে তিনি দেননি বলে অভিযোগ। মঙ্গলবার নিজের দোকানের সামনে দিয়ে অরূপকে যেতে দেখেন কানাই। তখনই তাঁকে আটক করে পোলে বাঁধেন ওই চা দোকানি। তা দেখে স্থানীয় ব্যবসাদার এবং পথচলতি লোকজন দাঁড়িয়ে পড়েন। কেন বৃদ্ধকে পোলে বেঁধে রাখা হয়েছে, সেই প্রশ্নও করেন চা দোকানিকে। তবে টাকার গোলমালের কথা শুনে অনেকেই হস্তক্ষেপ করেননি। তবে বৃদ্ধকে বেঁধে না রাখার জন্যও বলতে শোনা গিয়েছে কয়েকজনকে।

এর পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানারক পুলিশ। কানাই এবং অরূপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ৭ হাজার টাকার জন্য এ ভাবে পোলে বেঁধে রাখার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই এই ঘনটার নিন্দায় সরব। একালাবাসীদের একাংশও ঘটনার সমালোচনা করেছেন।