Nadia Murder: দুই চোখ উপড়ানো, ঘরের মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধা, শিউরে উঠছেন এলাকাবাসী
Nadia: ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি থানার মামজোয়ান গ্রাম পঞ্চায়েতের জয়নারায়নপুর গ্রামে। মৃত বৃদ্ধার নাম বাসনা সরকার। বয়স আনুমানিক ৭২ বছর।
নদিয়া: ঘরের ভিতরে পড়ে রয়েছেন বৃদ্ধা। আরও চাঞ্চল্যকর ঘটনা হল মৃতদেহর চোখ উধাও। যা দেখে রীতিমত চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি থানার মামজোয়ান গ্রাম পঞ্চায়েতের জয়নারায়নপুর গ্রামে। মৃত বৃদ্ধার নাম বাসনা সরকার। বয়স আনুমানিক ৭২ বছর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। এর সঙ্গে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। অভিযোগ, মঙ্গলবার সকালে বৃদ্ধা নিজের ঘর থেকে না বেরোনোয় প্রতিবেশীরা ঘরের মধ্যে যান। যেতেই শিউরে ওঠেন তাঁরা। প্রতিবেশীরা দেখেন ঘরের মধ্যে মেঝেতেই পড়ে রয়েছে ওই বৃদ্ধার মৃতদেহ। তা সরাতেই চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দাদের ।
মৃতদেহ থাকলেও দুই চোখ বিহীন অবস্থায় মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে তাঁরা। এলাকাবাসীদের সন্দেহ খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। খবর দেওয়া হয় হাঁসখালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে হাঁসখালি থানায়। এলাকাবাসী মনে করছেন খুন করার পর তাঁর চোখ দুটি উপরে তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ হাঁসখালি থানার পুলিশ।