Nadia: বিছানায় চাপ চাপ রক্ত, ঘরে পড়ে লোহার রড, চাপড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী খুনে সূত্র খুঁজছে পুলিশ
Nadia: ঘটনার তদন্তে শনিবার আনা হয় পুলিশ কুকুর। বাড়ির সামনে রাস্তার আশপাশে দোকানে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। ঘরে মিলেছে খুনে ব্যবহার করা লোহার রড। সেই সঙ্গে মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ। বিছানায় মিলেছে চাপ চাপ রক্ত।

নদিয়া: চাপড়ায় আইসিডিএস কর্মী খুনে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মঞ্জুলা দাস নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘুমন্ত অবস্থায় মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ঘরের ভেতরেই খুন করা হয় তাঁকে। ঘর থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ।
ঘটনার তদন্তে শনিবার আনা হয় পুলিশ কুকুর। বাড়ির সামনে রাস্তার আশপাশে দোকানে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। ঘরে মিলেছে খুনে ব্যবহার করা লোহার রড। সেই সঙ্গে মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ। বিছানায় মিলেছে চাপ চাপ রক্ত। ঘরের ভেতর মেঝেতেও রক্তের নমুনা রয়েছে। সবকিছুর ভিডিয়োগ্রাফি করা হয়েছে। এদিন সকালে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তদন্তকারী দল। তদন্তের স্বার্থে বাড়িটি সিল করা হয়েছে।
বছর পঞ্চান্নর মৃত মহিলার বাড়ি দৈয়ের বাজার এলাকায়। জানা গিয়েছে, ঘটনার রাতে বাড়িতে একাই ছিলেন মঞ্জুলা দাস। তাঁর স্বামী স্থানীয় পেট্রল পাম্পে কাজ করেন। ওইদিন তাঁর রাতের ডিউটি ছিল। সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খুঁজতে গিয়েছিলেন। তখনই বিষয়টি সামনে আসে।
গতকাল ওই মহিলার দেহ উদ্ধারের পর তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর খোঁজ পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই খুনের ঘটনায় তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই মহিলাকে কে বা কারা কেন খুন করল, সেই সূত্রে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

