Pujoy Pulse: ‘গোলমোল’-এ মন মজেছে খুদেদেরও, রানাঘাটে ভিড় জমেছে ‘পুজোয় পালস’-র ট্যাবলোতে

|

Sep 12, 2025 | 4:44 PM

Pujoy Pulse 2025: তেঁতুল কে না ভালবাসে? স্কুলের সামনে খাবারের বাহার নিয়ে বসা একটি ভ্য়ান। তার দিকে ছুটে যায় শিশুরা। চেখে দেখে রকমারি আচার। এবার সেই আচারই যদি হয়ে ওঠে 'পকেট-বান্ধব'।

রানাঘাট: ঢাকে পড়েছে কাঠি। জেলায় জেলায় পুজোয় পালস নিয়ে যাচ্ছে উৎসবের আমেজ। ট্যাবলো ঘিরে জমেছে ভিড়। উৎসাহী চোখে দেখতে আসছেন স্থানীয়রা। হাতে নিয়ে ফিরছেন ‘ছোটবেলার স্বাদ’। পালসের ‘স্পেশাল ক্যান্ডি’ গোলমোল।

মন মজেছে শিশুদেরও

তেঁতুল কে না ভালবাসে? স্কুলের সামনে খাবারের বাহার নিয়ে বসা একটি ভ্য়ান। তার দিকে ছুটে যায় শিশুরা। চেখে দেখে রকমারি আচার। এবার সেই আচারই যদি হয়ে ওঠে ‘পকেট-বান্ধব’। সেই বদলটাই এনেছে পালস। পুজোয় বড়দের ফিরিয়ে দিয়েছে ছেলেবেলা। আর ছোটদের দিয়েছে পকেট-বান্ধব আচার, ‘গোলমোল’।

কী বলছে মানুষ?

রানাঘাটের ট্য়াবলো ঘিরে জমেছে ভিড়। বৃহস্পতির সন্ধ্যায় রঙিন সেই ট্যাবলো দেখতে ছুটে যান বহ মানুষ। আর যেতেই হাতে পেয়ে যান ‘গোলমোল’। খেয়ে কী বললেন তারা? কেউ বললেন, খুব সুন্দর খেতে। কেউ আবার বললেন, বেশ টক-মিষ্টি। তেঁতুলের স্বাদও রয়েছে। একজন আবার বললেন, এটা প্রথম নয়, অনেকবার খেয়েছি। অন্য লজেন্সের থেকে বেশি ভাল খেতে। পুজোতেও পকেটে রাখব।

পুজোয় পালসের ট্যাবলোতে রয়েছে ‘স্পিন দ্য হুইল’ গেমও। একটা নয়, চাকা ঘোরালেই মিলে যেতে পারে একেবারে লজেন্সের আস্ত প্যাকেট।

পুজোয় পালসে ‘গোলে’ জোর

দ্বিতীয়বারের সাফল্যের পর তৃতীয় বছরও গ্রামবাংলার নানা প্রান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুজোয় পালসের ট্য়াবলো। এবার থিম ‘গোল-কা-মোল’। গোল যে শুধুই একটা আকৃতি নয়। সেটাই মানুষকে বোঝাতে ময়দানে নেমে পড়েছে। সংস্থার দাবি, গোল শুধু আকৃতি নয়। এটা বাঙালির রীতিনীতি, পুজো পার্বণ সব কিছুর সঙ্গে জুড়ে রয়েছে।

Published on: Sep 12, 2025 01:56 PM