মাংস কাটার ছুরি দিয়ে মেয়ের গলায় কোপ! খুনের চেষ্টার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

সৈকত দাস |

May 19, 2021 | 9:27 PM

মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর আনন্দনগর এলাকায়।

মাংস কাটার ছুরি দিয়ে মেয়ের গলায় কোপ! খুনের চেষ্টার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
গুরুতর আহত কন্য়ার ছবি

Follow Us

নদিয়া: মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর আনন্দনগর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভাইবোনের মধ্যে কিছু নিয়ে বচসা বাধে। তাদের মধ্যে ঝামেলা চলার সময়ই হঠাৎই সৎ মেয়ের ওপর চড়াও হয় বাবা। মাংস কাটার ছুরি দিয়ে সোজা গলায় কোপ বসায় সৎ মেয়ে দীপা ভক্তের গলায়। দীপার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তারপর দেখেন এই রক্তারক্তি কাণ্ড!

এর মধ্যে ভয় পেয়ে যায় বাবা সুভাষ ভক্ত। কল্যাণী থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। এদিকে এই ঘটনা জানাজানি হতে গুরুতর অবস্থায় মেয়ে দীপাকে ভর্তি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। এখন কিছুটা স্থিতিশীল তিনি বলে খবর।

আরও পড়ুন: বাড়ির সামনে মুড়ি মুড়কির মত বোমাবাজি, আতঙ্কে হৃদরোগে মৃত্যু প্রৌঢ়ার

এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনার পিছনে আসল কারণ কী তা জানতে পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Next Article