Ranaghat: জ্বর নিয়ে ভর্তি, আশঙ্কাজনক অবস্থায় ফেরাল নার্সিংহোম, মৃত্যু কলেজ পড়ুয়ার

Ranaghat: মৃতের নাম সুস্মিতা মণ্ডল (২০)। রানাঘাট কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শান্তিপুর থানার অন্তর্গত পুলতা গ্রামে বসবাস করতেন তিনি। জ্বরে পড়ার পর সুস্মিতাকে প্রথমে হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Ranaghat: জ্বর নিয়ে ভর্তি, আশঙ্কাজনক অবস্থায় ফেরাল নার্সিংহোম, মৃত্যু কলেজ পড়ুয়ার
সুস্মিতা মণ্ডলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 19, 2023 | 3:43 PM

রানাঘাট: বেসরকারি হাসপাতালে কলেজ ছাত্রীর মৃত্যু। চিকিৎসার গাফিলতির জেরেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে মানুষকে ঠকানো হচ্ছে বলেও দাবি। তবে এই বিষয়ে হাসপাতালের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মৃতের নাম সুস্মিতা মণ্ডল (২০)। রানাঘাট কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শান্তিপুর থানার অন্তর্গত পুলতা গ্রামে বসবাস করতেন তিনি। জ্বরে আক্রান্ত হওয়ার পর সুস্মিতাকে প্রথমে হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। তারপর ছাত্রীর ভাল চিকিৎসার জন্য তাঁকে রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, ওই পড়ুয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হতেই সুস্মিতাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়। পুনরায় আবার তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতাল জানায় মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তবে সেখানে চিকিৎসা শুরু হলেও কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর। মৃতের দাদা বলেন, “ওই হাসপাতালে চিকিৎসা বলে কিছুই নেই। সবটাই দেখনদারী। মানুষকে বোকা বানাচ্ছে। ওখানে সব চিকিৎসক খারাপ। ওরা দায়িত্বজ্ঞানহীন।”