Nadia: কী এমন অপরাধ! কান ধরে টেনে ‘ছিঁড়েই’ দিলেন স্যার! সেলাই পড়ল হাসপাতালে
Nadia: ছাত্রের দাবি, ক্লাসের মধ্যে এক সহপাঠীর সঙ্গে মারামারি চলছিল। সেই সময়ই এভাবে তাকে মারতে উদ্যত হন ওই শিক্ষক। সে জানায়, তার এক সহপাঠী তার একটি পেন নিয়েছিল লেখার জন্য। লেখার পরও সেটা ফেরত না দেওয়ায় তা সঙ্গে কথা কাটাকাটি হয়।
নদিয়া: শিশুদের কাছে স্কুল হল ‘দ্বিতীয় বাড়ি’। আর বাবা-মায়ের পরই অভিভাবক হিসেবে গুরুত্ব পান স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। দিনের অনেকটা সময় স্কুলে শিক্ষকদের সঙ্গেই থাকে পড়ুয়ারা। তাই অন্যায় করলে তাঁরা বকাবকি করবেন, সেটা অনভিপ্রেত নয়। তাই বলে কান টেনে ‘ছিঁড়ে’ দেওয়া! এমনই অভিযোগ উঠল নদিয়ার রানাঘাটের এক বেসরকারি স্কুলে।
অভিযোগ, শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রের কান ধরে এমন টান মারেন, যাতে কান কেটে রক্ত বেরতে থাকে। পরে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। কানে সেলাই পড়ে তার। শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ে করা হয়েছে পরিবারের তরফে। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শিক্ষকমহল।
ছাত্রের দাবি, ক্লাসের মধ্যে এক সহপাঠীর সঙ্গে মারামারি চলছিল। সেই সময়ই এভাবে তাকে মারতে উদ্যত হন ওই শিক্ষক। সে জানায়, তার এক সহপাঠী তার একটি পেন নিয়েছিল লেখার জন্য। লেখার পরও সেটা ফেরত না দেওয়ায় তা সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে হেসে ফেলে ওই ছাত্র। তারপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় কানে ও শরীরে চোট পায় ওই ছাত্র। রানাঘাট বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের ক্লাস ফাইভের ছাত্র।
‘সুভাষ স্যার’ ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রের পরিবার। স্কুল শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দিতে চাননি। স্কুল ছুটি থাকায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।