Nadia: স্বপ্নের এভারেস্ট ছুঁলেন বাঙালি শিক্ষক, শুধু জয়ের হাসিটা আর দেখা হল পরিবারের
Nadia: তিন বছর পর দুই বাঙালির সফল এভারেস্ট অভিযান। এই খবর ছড়িয়ে পড়েছিল বাংলার পাহাড়প্রেমীদের মধ্যে। কিন্তু সেই গর্বের মাঝেই নেমে এল গভীর শোক।

কৃষ্ণনগর: বৃহস্পতিবারই এসেছিল ভাল খবরটা। এভারেস্টের চূড়ায় পা রেখেছেন বাংলার শিক্ষক। স্বপ্ন ছুঁয়ে ফেরার কথা ছিল তাঁর। সেই অ্যাডভেঞ্চারের গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা পরিবার। কিন্তু সে আর শোনা হল না। জয়ের শেষ হাসিটাও আর কেউ দেখতে পেল না কেউ।
তিন বছর পর দুই বাঙালির সফল এভারেস্ট অভিযান। এই খবর ছড়িয়ে পড়েছিল বাংলার পাহাড়প্রেমীদের মধ্যে। কিন্তু সেই গর্বের মাঝেই নেমে এল গভীর শোক। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্নপূরণ করতে গিয়ে প্রাণ হারালেন নদিয়ার রানাঘাটের পর্বতারোহী সুব্রত ঘোষ।
অভিযান সফল হলেও নামার পথে আর শরীর সঙ্গ দিচ্ছিল না। শুক্রবার ভোরে পাহাড়ি পথেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, অভিযানের সময় তাঁর গতি অত্যন্ত ধীর ছিল। দুপুর আড়াইটার সময় সামিটে পৌঁছন তিনি। কিন্ত নেমে আসার পথেই অসুস্থ হয়ে থেমে গিয়েছিলেন তিনি। পরে হিলারি স্টেপের আশপাশে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
একই অভিযানে অংশ নিয়েছিলেন আর এক পর্বতারোহী রুম্পা দাস। তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েম। এদিন তাঁকে নিকটবর্তী শিবিরে নিয়ে যাওয়া হয়।
সুব্রত ঘোষ কৃষ্ণনগরের মাউন্টেনিয়ার অ্যাসোসিয়েশনের ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। ৪৫ বছর বয়সে এই অভিযানে অংশ নেন তিনি।





