Post poll Violence: তৃণমূল কর্মীদের খোঁজে এবার এলাকায় পোস্টার লাগাল সিবিআই, খুনের ঘটনার পর থেকেই নিখোঁজ তারা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 14, 2021 | 3:39 PM

Nadia: সঠিক সময়ের মধ্য়ে ধরা না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও মাইকে প্রচার করা হয়েছে।

Post poll Violence: তৃণমূল কর্মীদের খোঁজে এবার এলাকায় পোস্টার লাগাল সিবিআই, খুনের ঘটনার পর থেকেই নিখোঁজ তারা
দেওয়ালে পোস্টার টাঙালো সিবিআই (নিজস্ব ছবি)

Follow Us

নদিয়া: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে পারেনি সিবিআই। তাদের খোঁজে রীতিমত তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় পোস্টার লাগিয়ে মাইকিং করা হচ্ছে।

রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে অনেকদিন। পুনরায় সরকার গঠিত হয়েছে। কিন্তু নির্বাচন চালকালীন রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে অনেকের। সেই সকল অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন সিবিআই (CBI) আধিকারিকরা।

সেই রকমই ভোটের সময় চাপড়ায় খুন হন এক বিজেপি কর্মী। খুনের ঘটনায় নাম জড়ায় এলাকার তৃণমূল কর্মী গনেশ মণ্ডল,পিন্টু ঘোষ, অভিজিৎ মণ্ডল (গোপাল) ও অমিত ঘোষের। কিন্তু ঘটনার পর থেকে এখন অবধি পলাতক এরা। আজও সিবিআই আধিকারিকরা এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আজ ওই এলাকায় আসেন সিবিআই প্রতিনিধিরা। এরপর মাইকিং করেন। পোস্টার সাঁটিয়ে সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাঁদের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও সিবিআই এর পক্ষ থেকে প্রচার করা হয়।

অভিযুক্ত গণেশ মণ্ডলের মেয়ে বলেন, “আমার বাবাকে ফাঁসানো হয়েছে। উনি শুধুমাত্র একজন কর্মী। কোনও খুনের সঙ্গে আমার বাবা জড়িত নয়। আজ সিবিআই আধিকারিকরা এসে আমাদের বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে। এই কেস প্রথমে আট জনের নামে করে। এর সাতদিন পরে চোদ্দ জনের নামে কেস হয়। এই কেসে আমার বাবা কোনও মতেই অভিযুক্ত নয়।”

বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের ঘটনায় ইতিমধ্যে ২৩ জনের মধ্যে ১৯ জনেকে গ্রেফতার করছে সিবিআই। সেই ঘটনার বাকিদের খোঁজের জন্য এলাকায় মাইকিং করে প্রচার করলো সিবিআই আধিকারিকরা। আজ চারজনের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়েছে। পাশাপাশি হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত ও ওহেদপুর বাসষ্ট্যান্ড এলাকায়ও নোটিশ টাঙানো হয়েছে।

হৃদয়পুর গ্রামে মাইকিং করে বাকি চারজন অভিযুক্তকে সিবিআই আদালতে আত্মসমর্থন করা কথা জানানো হয়েছে। আগামী মাসের ৭ তারিখের মধ্যে যদি ওই অভিযুক্তরা আত্মসমর্থন না করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে এমনটাই মাইকিং করে প্রচার করেন গোটা এলাকায়।

প্রসঙ্গত, গত ৯ তারিখ ভোট পরবর্তী হিংসার তদন্তে আরও দুটি মামলা রুজু করে সিবিআই। রায়নাতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। বারাসতে খুনের চেষ্টার ঘটনায় খুনের মামলা রুজু করতে চলেছে তারা।

আরও পড়ুন: Sena on Rahul: কংগ্রসকে নতুন পথে নিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী, প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা

Next Article