Nadia: জলাভূমিতে বুজিয়ে পার্ক! পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসী
Nadia: এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জের মীরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে
নদিয়া: প্রধানকে না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। সংশ্লিষ্ট এলাকায় জলা ভূমি বুজিয়ে পার্ক তৈরি হবে। এই খবর জানতে পারার পরই প্রতিবাদ জানাতে যান গ্রামবাসীরা। এরপর প্রধানকে না পেয়ে ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।
এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জের মীরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েতে এসে পাওয়া যায় না প্রধান সুবীর হালদারকে। বিভিন্ন সময় থাকেন না পঞ্চায়েতের কোনও আধিকারিক। নিত্যদিন হয়রানি হতে হচ্ছে সাধারন মানুষকে। এমনকি পঞ্চায়েত একটি জায়গা দখল করে পার্ক নির্মাণ করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
তবে প্রধানের দাবি যে, গ্রামবাসীরা প্রতিবাদ করায় ওই জমিতে আর পার্ক তৈরি করা হবে না।