TMC worker death: একদিন কাটলেও ফেরেননি বাড়িতে, পরে তৃণমূল কর্মীর অবস্থা দেখে স্তম্ভিত এলাকাবাসী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2022 | 5:10 PM

Nadia: পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম সদ্দার শেখ (৫৫)। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে।

TMC worker death: একদিন কাটলেও ফেরেননি বাড়িতে, পরে তৃণমূল কর্মীর অবস্থা দেখে স্তম্ভিত এলাকাবাসী
তৃণমূল কর্মীর দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: নদিয়ায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। চাঞ্চল্য ছড়াল নদিয়ার থানারপাড়া থানা এলাকায়। মৃত ওই ব্যক্তির দেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম সদ্দার শেখ (৫৫)। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হন সদ্দার। তারপর আর বাড়ি ফেরেননি। এরপর বুধবার (আজ) সিসা গ্রামের মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে থানারপাড়া থানা পুলিশ।

পরিবারের দাবি, ওই ব্যক্তিকে খুন করে মাঠে ফেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, এক বছর আগে তাদের পরিবারে এক গৃহবধূ মারা যান। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই খুন বলে দাবি। এলাকায় সদ্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে মৃতের ছেলে বলেন, ‘আমার বাবা ভাল লোক। কোনও শত্রু ছিল না। শত্রু একটাই আমার কাকা। ওর মেয়ে বিষ খেয়ে মারা গিয়েছে। তখন থেকেই ওরা আমার বাবাকে মেরে ফেলার হুমকি দিত। ওরা বলত লাশের বদলে লাশ চাই। এরপর একদিন ওরা আমার ভাইকে আক্রমণ করে। এরপর পুলিশের হস্তক্ষেপে সব ঠিক হয়। যেহেতু ওদের মেয়ে মারা গিয়েছে সেই কারণে ওরা আমার বাবাকেও মেরে ফেলতে চাইছিল। সেই কারণেই খুন করেছে।’

Next Article