নদিয়া: এটা নাকি কলেজের ঘর! সেখানেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন এক ছাত্র। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে যাঁর ছবি দেখা যাচ্ছে, তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা ইমরান খান। আর যে জায়গায় তাঁকে বলে থাকতে দেখা যাচ্ছে, সেটা নদিয়ার একটি কলেজের ঘর। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে ভিডিয়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এর আগে ব্যারাকপুরের শাসক দলের এক ছাত্রনেতার হাতে বন্দুক ধরা ছবিও প্রকাশ্যে এসেছিল।
অভিযুক্ত ছাত্রনেতা ইমরান শেখ বর্তমানে ওই কলেজের ছাত্র নন। তিনি বছর কয়েক আগেই পাশ করে গিয়েছেন। তাঁর দাবি, বর্তমানে ওই পার্টি অফিসও আর নেই। তবে এটা যে তাঁর ছবি, তা প্রমাণ করতে পারলে শাস্তি মাথা পেতে নেবেন বলে দাবি করেছেন তিনি। ইমরান শেখ বলেন, “বুক বাজিয়ে বলতে পারব। আমি ওই ভিডিয়োতে আছি, প্রমাণ হলে, দল যা শাস্তি দেবে মাথা পেতে নেব।” এই বিষয়ে আইনের সাহায্য নেবেন বলে জানিয়েছেন তিনি।
নদিয়ার টিএমসিপি সভাপতি সম্রাট পালও ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “বিএড কলেজে ওরকম ইউনিয়ন রুম আছে কি না, তা গিয়ে দেখে আসুন। যে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব আমরা।”
তবে বিজেপি প্রশ্ন তুলছেই। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্য, “ওটাই ওদের দলের নীতি। এই নেতাদেরই তৃণমূল বেশি পছন্দ করে। এর থেকে ভাল কিছু আশা করা যায় না।” এর আগে শুভাশিস চক্রবর্তী নামে ব্যারাকপুরের এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ছবি ভাইরাল হওয়ার পরও কেন পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলে বিরোধীরা।