Abhishek Banerjee Meeting UPDATE: কেউ গুন্ডামি করব ভাবলে ১ ঘণ্টার মধ্যে দল থেকে বার করব, রানাঘাট থেকে হুঁশিয়ারি অভিষেকের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 17, 2022 | 4:48 PM

Abhishek Banerjee: এই সেই নদিয়া জেলা, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক মাস আগে যেখান থেকে জেলাসফর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee Meeting UPDATE: কেউ গুন্ডামি করব ভাবলে ১ ঘণ্টার মধ্যে দল থেকে বার করব, রানাঘাট থেকে হুঁশিয়ারি অভিষেকের
রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Follow Us

নদিয়া: বিজেপির (BJP) শক্ত ঘাঁটি রানাঘাটে শনিবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। উপচে পড়া ভিড়ের মাঝেই এদিন বিকেল ৩টে নাগাদ সভামঞ্চে ওঠেন ডায়মন্ড হারবারের সাংসদ। মতুয়াগড়ে অভিষেকের এই সভা ঘিরে তুঙ্গে উন্মাদনা তুঙ্গে। এই সেই নদিয়া জেলা, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক মাস আগে যেখান থেকে জেলাসফর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নদিয়া সেই জেলা, যেখানে শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, নিয়মিত চর্চার বিষয়। টেট দুর্নীতির অন্যতম অভিযুক্ত অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জেলা এটি। এ জেলারই পলাশিপাড়ার বিধায়ক মানিক। একইসঙ্গে এই জেলায় রয়েছে মতুয়া ভোটব্যাঙ্ক। যে মতুয়া ভোটব্যাঙ্কে এখনও বিজেপির প্রভাব অটুট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

  1. জেলাজুড়ে প্রচারে দেওয়াল লিখনের প্রশংসা অভিষেকের। রাত জেগে দেওয়াল লেখার রাজনীতি সাত, আট, ন’য়ের দশকে দেখা যেত। এখন ফেস্টুন, ব্যানার দেখি। সত্যিই এটা প্রশংসনীয়। দেবাশিসদাকে ধন্যবাদ ( রানাঘাট জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়)। দলের কর্মীদের ধন্যবাদ : অভিষেক
  2. রানাঘাট এ আবার বিজেপি র জঞ্জাল সরিয়ে আবার ঘাঁটি তে পরিণত করুন : অভিষেক
  3. ব্যক্তি স্বার্থে দল করার চেষ্টা করলে দরজা খোলা আছে, দল ছেড়ে বেড়িয়ে যান : অভিষেক
  4. ২০১১, ২০১৪ সালে তৃণমূল জিতেছে নদিয়া থেকে। এমন কী হল যে রানাঘাট মুখ ঘুরিয়ে নিল? : অভিষেক
  5. বিজেপিকে সাইবেরিয়ান পাখি বলে তোপ অভিষেকের। ভোট আসলে আসে ওরা, ভোট মিটলে চলে যান, তোপ তৃণমূল সাংসদের।
  6. আমাদের কিছু মানুষের জন্যই মানুষ মুখ ফিরিয়েছেন। আর হবে না। এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি। আমাকে যখন ডাকবেন পাবেন : অভিষেক
  7. ভুল হলে আমাকে, আমাদের দলকে ক্ষমা করবেন। পরিযায়ীদের জায়গা দেবেন না : অভিষেক
  8. এখন তো ভোট নেই, আমি ভোটের জন্য আসিনি । রাজনৈতিক সভা করতে এসেছি : অভিষেক
  9. তাঁতিদের কোঅপারেটিভ থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে তৃণমূল কাজ করবে : অভিষেক
  10. শ্রমিকের আয় মাস গেলে ১২ হাজার টাকা করতে হবে। সেই শ্রমিক বিজেপি না তৃণমূল দেখে লাভ নেই।
  11. এই পঞ্চায়েত নিয়ে আপনারা খুশি? বুক ফুলিয়ে বলুন। আমার চোখে চোখ রেখে বলুন। মঞ্চে যাঁরা বসে আছে, তাঁদের দিকে তাকাতে হবে না : অভিষেক
  12. ভোট অবাধ হবে, কেউ গুন্ডামি করব ভাবলে ১ ঘণ্টার মধ্যে দল থেকে বার করব : অভিষেক
  13. সিপিএমের আমলে যদি পঞ্চায়েত তৃণমূল জিততে পারে, আমরা শাসকদলে থাকতে কেন পঞ্চায়েত মুখ ঘুরিয়ে নিল? আমাদের একটা সুযোগ দিন : অভিষেক
  14. কাকে প্রার্থী করতে চান বলুন, আমাকে জানান : অভিষেক
  15. সরাসরি ফোন করুন ৭৮৮৭৭৭৮৮৭৭ : অভিষেক
  16. ২৮ মে আমি হলদিয়ায় গিয়েছিলাম, সেখানে বলেছিলাম কনট্রাক্টরি করুন না হলে পার্টি করুন। এটা শুধু হলদিয়া নয়, গোটা রাজ্যের জন্য। পঞ্চায়েতে যাঁরা প্রার্থী হবেন, হয় ঠিকাদারি করুন, নয় ভোটে লড়বেন : অভিষেক
  17. ছ’মাস অন্তর কলকাতা থেকে আসা আর যোগ্যদের জায়গা না দিয়ে তল্পিবাহকদের স্থান দেওয়া, এসব চলবে না : অভিষেক
  18. মানুষের পঞ্চায়েত গড়ে তোলাই আমাদের লক্ষ্য : অভিষেক
  19. সোম থেকে শুক্র সব পঞ্চায়েতের সদস্যরা মানুষের বাড়ি বাড়ি যান : অভিষেক
  20. তাটলা-১ পঞ্চায়েতের প্রধান এখানে আছেন? আমি জানতে চাই উনি গ্রামে শেষ কবে গিয়েছেন এলাকায়? প্রধান চার বছর গ্রামে যান না। আপনি থাকবেন কেন পদে? সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন প্রধান পার্থপ্রতিম দে। নতুন প্রধান হবে : অভিষেক
  21. প্রধানদের নামে অভিযোগ এলে অঞ্চল সভাপতিদেরও ধরা হবে : অভিষেক
  22. কাজ না করলে টিকিট নয় : অভিষেক
  23. আমার আর আপনদের মাঝখানে যারা ছিল, সেই দেওয়াল ভেঙে দিলাম : অভিষেক
  24. সিএএ নিয়ে সরব অভিষেক। ভোট দিয়ে মন্ত্রী, বিধায়ক, সাংসদ নির্বাচিত করার পর বলছে প্রমাণপত্র লাগবে :  অভিষেক
  25. আমি বলছি এখানকার সাংসদ জগন্নাথ সরকারকে আর টিকিট দেবে না দল : অভিষেক
  26. নতুন বছর নতুন তৃণমূল, নতুন জেদ নিয়ে মাঠে নামবেন : অভিষেক
  27. কারও তাবেদারি করার দরকার নেই। প্রতীক জোড়াফুল, আর একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় : অভিষেক
  28. যে সংখ্যক মানুষ এসেছেন তাঁরা শুধু ভোট দিলেই বাকিরা বানের জলে ভেসে যাবে : অভিষেক
Next Article