নদিয়া: রান্নার কাজ করে বাড়ি ফেরার পথে বিপত্তি। সেই সময় আচমকা অস্ত্র নিয়ে হামলা করার অভিযোগ ওঠে মহিলার উপর। আর তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। সেই ঘটনায় মহিলার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার (Nadia) চাঁদামারি বেলামিত্র নগর এলাকার ঘটনা। মৃতের নাম পায়েল সিং(৩২)। গুরুতর জখম অবস্থায় তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত্রিবেলা রান্নার কাজ করে বাড়ি ফিরছিলেন পায়েল সিং। সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় তাঁর উপর। পায়েলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। প্রাথমিক ভাবে পায়েলের বাড়ির লোক প্রথমে জানায়, যে তাঁরা শুনতে পেয়েছিলেন বাড়ি ফেরার সময় পায়েলের কোনও দুর্ঘটনা ঘটেছে। ফলত চিন্তায় বাড়ির লোক হাপিত্যেস করতে থাকে।
এরপর পুলিশ এসে পায়েলের স্বামী মোহন সিং-কে আটক করে। থানায় নিয়ে গিয়ে চলতে থাকে জেরা। তবে তার কথায় একাধিক অসঙ্গতি মেলায় পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত স্বামী পুলিশের কাছে জানিয়েছেন যে তাঁর স্ত্রী একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই ক্ষোভ থেকেই লোক লাগিয়ে তিনি এমন কাজ করিয়েছেন। তবে আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তা এখনও জানতে পারা যায়নি।