
কাটোয়া: সম্পত্তি নিয়ে ঝামেলা। তাতেই ধারাল অস্ত্রের কোপ। রক্তাক্ত তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। মৃত ব্যক্তির নাম জাইরুল মল্লিক। বাড়ি মঙ্গলকোটের আওগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাপনউতোর শুরু হয়ে গিয়েছে জেলায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে ও পরিবার সূত্রে খবর, সম্পত্তিগত কারণে বেশ কিছুদিন ধরেই জাইরুলের সঙ্গে তাঁর দাদা আসাদুল মল্লিকের ঝামেলা চলছিল। তিন থেকে চারদিন আগে জাইরুল তাঁর দাদা আসাদুল মল্লিককে ধরে মারধর করে বলে অভিযোগ। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু, অশান্তির রেশ তখনও রয়ে গিয়েছে। বাবাকে মারধরের পর থেকেই রাগে ফুঁসছিলেন আসাদুলের ছেলে।
অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে জাইরুলের ভাইপো আন্না মল্লিক বেশ কয়েকজনকে নিয়ে এসে কাকাকে বেধড়ক মারধর করে। হাঁসুয়া দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কোপানো হয় বলে অভিযোগ। এই জাইরুল এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত, এমনটাই খবর এলাকা সূত্রে। ঘটনারই পরই জাইরুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। তবে ঘটনার পর থেকে আন্নার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।