Dumdum: প্রতিদিন নিজের বারান্দায় আগুন লাগাতেন, প্রতিবাদ করতেই গলায় ছুরি চালালেন নাগেরবাজারের মহিলা

Dumdum: ঘটনাটি ঘটেছে দমদম সাতগাছি এলাকায় আনন্দবিহার আবাসনে। সেখানে তিন তলায় থাকতেন দীপা রায় ও তাঁর স্বামী। অভিযোগ, বিগত কয়েকদিন ধরে ওই মহিলা নিজেই নিজের ফ্ল্যাটের বারান্দায় আগুন জ্বালাচ্ছিলেন।

Dumdum: প্রতিদিন নিজের বারান্দায় আগুন লাগাতেন, প্রতিবাদ করতেই গলায় ছুরি চালালেন নাগেরবাজারের মহিলা
এই ফ্ল্যাটেই থাকতেন ওই মহিলা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 06, 2023 | 6:30 AM

দমদম: নিজেই নিজের বাড়িতে আগুন ধরাতেন কয়েকদিন ধরে। যা দেখে ভয়ে থাকতেই ফ্ল্যাটের বাসিন্দারা। তবে নিত্যদিন এই ঘটনা মেনে নিতে পারেননি কেউই। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ভেবে প্রতিবাদ করতে যেতেই এলাকাবাসীর সামনে নিজের গলায় ছুরি চালালেন মহিলা। পরে জখম মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে দমদম সাতগাছি এলাকায় আনন্দবিহার আবাসনে। সেখানে তিন তলায় থাকতেন দীপা রায় ও তাঁর স্বামী। অভিযোগ, বিগত কয়েকদিন ধরে ওই মহিলা নিজেই নিজের ফ্ল্যাটের বারান্দায় আগুন জ্বালাচ্ছিলেন। আবাসিকদের দাবি, যে কোনও দিন বড় কোনও দুর্ঘটনা ঘটেই যেতে পারে। এরপর মঙ্গলবার আবাসিকরা সকলে মিলে তাঁর ফ্ল্যাটে গিয়ে জানতে চান কেন তিনি এই কাজ করছেন।

অভিযোগ, তখনই দীপা রায় ছুরি বের করে ভয় দেখাতে থাকে তাঁকে। স্বামী তাঁকে বাঁচাতে গেলে কিছুটা জখম হন তিনিও। আবাসিকরা দ্রুত খবর দেন নাগেরবাজার থানায়। ঘটনাস্থলে নাগরবাজার থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এমন ঘটনা। তবে গোটা বিষয়টিই তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।