AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘বিজেপির খেলা শেষ, কোর্টে হারালাম এবার ভোটে হারাব’, SIR-এ সুপ্রিম রায়ের পরেই বারসত থেকে গর্জন অভিষেকের

SIR in Bengal: বারাসতের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর আরও কয়েক ধাপ চড়িয়ে অভিষেক বলেন, “বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল।”

Abhishek Banerjee: ‘বিজেপির খেলা শেষ, কোর্টে হারালাম এবার ভোটে হারাব’, SIR-এ সুপ্রিম রায়ের পরেই বারসত থেকে গর্জন অভিষেকের
আর কী বললেন অভিষেক?Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2026 | 2:52 PM
Share

বারাসত: তৃণমূলের এসআইআর মামলায় ইতিমধ্য়েই বড় রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তৃণমূলের অধিকাংশ দাবিকেই মান্যতা দিয়েছে দেশের শীর্ষ আদালত। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। ভোটের আগে সুপ্রিম রায়ে যেন নতুন করে অক্সিজেন পেল ঘাসফুল শিবির। ‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব, তৈরি থাকো।’ সুপ্রিম কোর্টের এসআইআর নির্দেশের পরেই বারাসতের জনসভা থেকে এ ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

  1. বারাসতের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর আরও কয়েক ধাপ চড়িয়ে অভিষেক বলেন, “বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল।”
  2. অভিষেক বলছেন, “দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ-২ রা হিয়ারিংয়ে থাকবে। এর সঙ্গে যাঁরা হিয়াংরিংয়ে যাচ্ছে তাদের রসিদ দিতে হবে।”
  3. বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে অভিষেক বলেন, “বিজেপির এসআইআরের খেলা শেষ। এক কোটি মানুষকে যাঁরা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মা মাটি মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার যাঁরা কেড়ে নিতে চেয়েছে তাঁদের দুই গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজী? ১০ কোটি মানুষ না বিজেপির জমিদার?”