Naihati Protest: নৈহাটিতে প্রাক্তনীদের মিছিলে হামলা, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2024 | 10:35 PM

North 24 Parganas: উত্তর গরিফা পল্লিমঙ্গল হাইস্কুলের এক ছাত্রী বলেন, "ফেরিঘাট থেকে এগিয়ে এসেছিলাম আমরা। স্যরদের গায়ে হাত তুলেছে। আমাদের গায়েও হাত দিয়েছে।" ওই স্কুলেরই এক ছাত্রের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। মোবাইল ফোন কেড়ে নিয়েছে। 

Naihati Protest: নৈহাটিতে প্রাক্তনীদের মিছিলে হামলা, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল
নৈহাটিতে মিছিলে হামলার অভিযোগ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: তিলোত্তমার বিচারের দাবিতে এদিন বিভিন্ন জায়গায় স্কুলের প্রাক্তনীদের মিছিল হয়। নৈহাটিতে সেই মিছিলেই হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদি অভিযোগ মানতে নারাজ শাসকদল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে রবিবার নৈহাটির ৮টি স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করেন। অভিযোগ, সেই সময় তৃণমূলেরও একটি মিছিল আসছিল। অভিযোগ, তৃণমূলের কিছু লোকজন হঠাৎই ওই ছাত্রছাত্রীদের মিছিলে হামলা করে। বেশ কয়েকজন আহত হন।

উত্তর গরিফা পল্লিমঙ্গল হাইস্কুলের এক ছাত্রী বলেন, “ফেরিঘাট থেকে এগিয়ে এসেছিলাম আমরা। স্যরদের গায়ে হাত তুলেছে। আমাদের গায়েও হাত দিয়েছে।” ওই স্কুলেরই এক ছাত্রের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। মোবাইল ফোন কেড়ে নিয়েছে।

নৈহাটি যুব তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা একটা টোটো এনেছিলাম। তাতে মাইক ছিল। হঠাৎ দেখি ওটা ওরা দখল করল। আমরাও তো জাস্টিসই চাই। ১৩ অগস্ট থেকে সিবিআই তদন্ত করছে। ৮ তারিখ হয়ে গেল একজনকেও গ্রেফতার করতে পারেনি। আমরাও প্রাক্তনী, আমরাও তো মিছিল করছিলাম। হঠাৎ দেখি আমাদের মহিলাদের ধাক্কাধাক্কি দিতে শুরু করে। সিপিএমের কিছু নেতৃত্ব এই ঘটনা করেছে।”

Next Article