Barasat: বিজেপি নেতাকে পিছমোড়া করে বাঁধার নিদান বিশ্বজিৎ দাসের, পাল্টা হুঁশিয়ারি

BJP: শনিবার মালিদায় বিজেপি কর্মীদের দেখতে এসে মারের বদলা মারের নিদান দিয়েছিলেন জেলা বিজেপি সভাপতি। রবিবার সেই এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান বিশ্বজিৎ দাস। তিনি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। সেখানেই বলেন, জেলা বিজেপি গ্রামে এলে পিছমোড়া করে বেঁধে রাখতে।

Barasat: বিজেপি নেতাকে পিছমোড়া করে বাঁধার নিদান বিশ্বজিৎ দাসের, পাল্টা হুঁশিয়ারি
দেবদাস মণ্ডল ও বিশ্বজিৎ দাস। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

May 26, 2024 | 8:11 PM

বারাসত: ১ জুন বারাসত লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে চড়ছে রাজনীতির পারদ। ভোটপ্রচারে বেরিয়ে তৃণমূল নেতার মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। বিজেপির জেলা সভাপতি গ্রামে এলে গাছে পিছমোড়া করে বেঁধে রাখার নিদান দিলেন বিশ্বজিৎ দাস। বাগদার মালিদাতে আক্রান্ত তৃণমূল সমর্থকদের দেখতে আসেন তিনি। সেখানেই এ কথা বলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ।

গত ২০ মে বনগাঁ লোকসভায় ভোটের দিন মালিদা ১১৭ নম্বর বুথে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলার অভিযোগ ওঠে। ঘটনায় দু’পক্ষেরই কর্মী সমর্থক আহত হন।

শনিবার মালিদায় বিজেপি কর্মীদের দেখতে এসে মারের বদলা মারের নিদান দিয়েছিলেন জেলা বিজেপি সভাপতি। রবিবার সেই এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান বিশ্বজিৎ দাস। তিনি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। সেখানেই বলেন, জেলা বিজেপি গ্রামে এলে পিছমোড়া করে বেঁধে রাখতে।

যদিও এ নিয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলও পাল্টা এক হাত নেন বিশ্বজিৎ দাসকে। তিনি বলেন, আগেও গিয়েছেন, শনিবারও গিয়েছেন, আবারও যাবেন। তাঁর খোঁচা, ৪ তারিখের পর বিশ্বজিৎ দাসকে বেঁধে রাখবেন গ্রামের লোকেরা।