Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Civic Volunteer: ফের সিভিক দৌরাত্ম্য! কেউ বারাসতে তুলছেন টাকা, কেউ দিচ্ছেন মহিলাদের গায়ে হাত, পানিহাটিতে গ্রেফতার ১

Civic Volunteer: মহিলারা বলছেন, সন্তুর দাপটে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ, কারও কাছ থেকে এক লক্ষ টাকা, কারও কাছ থেকে দু লক্ষ টাকা, কারও কাছ থেকে আবার দেড় লক্ষ টাকা ধার করেছিলেন। সেই টাকা চাইতে গিয়েই যত ঝামেলা।

Civic Volunteer: ফের সিভিক দৌরাত্ম্য! কেউ বারাসতে তুলছেন টাকা, কেউ দিচ্ছেন মহিলাদের গায়ে হাত, পানিহাটিতে গ্রেফতার ১
ডানদিকে সন্তু দেবনাথ Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2025 | 2:42 PM

পানিহাটি: বারাসতের কলোনি মোড়ের কাছে টাকা তুলছে সিভিক ভলান্টিয়ার! একে একে আসছে লরি। হাত পেতে টাকা নিচ্ছে সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো। তাকে কেন্দ্র করেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। চাপানউতোর রাজনৈতিক মহলেও। তবে শুধু বারসত নয়, সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির অভিযোগ পানিহাটিতে। ধারের টাকা চাইতে গেলে কর্তব্যরত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। 

অভিযোগ, একাধিক মহিলার থেকে থেকে লক্ষাধিক টাকা ধার নিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথ। কিন্তু, দীর্ঘদিন থেকেই সেই টাকা শোধ করছিলেন না সন্তু। বাড়িতে টাকা চাইতে গেলে প্রথমে সিভিক ভলান্টিয়ারের স্ত্রী, পরে ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ওই মহিলাদের উপর চড়াও হন বলে অভিযোগ। আক্রান্ত এক মহিলা বলছেন, “টাকা চাইতে গেলে আমাকে হুমকি দিয়েছে। বাচ্চাকে তুলে নেওয়ার কথা বলেছে। বাজে বাজে কথা বলেছে। দরজার পিছন থেকে ওর শাশুড়ি আমাকে বটি নিয়ে রীতিমতো কোপাতে আসে। ওই সিভিক ভলান্টিয়ার আমাকে শেষে এমনভাবে মারে যে আমি স্পটেই অজ্ঞান হয়ে যাই।” 

মহিলারা বলছেন, সন্তুর দাপটে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ, কারও কাছ থেকে এক লক্ষ টাকা, কারও কাছ থেকে দু লক্ষ টাকা, কারও কাছ থেকে আবার দেড় লক্ষ টাকা ধার করেছিলেন। মহিলাদের দাবি, তাঁদের কাছ থেকে মোট ৩০ লক্ষ টাকা তোলা হয়েছিল। তা চাইতে গেলে তাঁদের উপর পুলিশের লাঠি নিয়ে চড়াও হয়। আর এক অভিযোগকারিনী বলছেন, “আমরা শুধু টাকা চাইতে গিয়েছিলাম। আমাদের সবার থেকে মোট ৩০ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু, টাকা চাইতে গিয়ে মার খেতে হয়। মোট ৬ জনকে মেরেছে। লাঠিচার্জ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।” অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই খড়দহ থানা ও ব্য়ারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই শুক্রবার রাতে সন্তু দেবনাথকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।