BJP leader Arjun Singh: ‘…এই ভোটাররাই গেম চেঞ্জার, এদের ফেরান’, বিধানসভা ভোটের আগে কাদের কথা বললেন অর্জুন?

Arjun Singh: অর্জুন সিং এ দিন আবেদন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবের কাছে যাতে বাংলার যে সকল ভোটাররা কাজের জন্য বিহারে রয়েছেন, তাঁরা ফিরে এসে যেন বিজেপি-কে ভোট দেয়

BJP leader Arjun Singh: ...এই ভোটাররাই গেম চেঞ্জার, এদের ফেরান, বিধানসভা ভোটের আগে কাদের কথা বললেন অর্জুন?
অর্জুন সিং, সাংসদImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2025 | 12:44 PM

ব্যারাকপুর: চলতি বছরের শেষে রয়েছে বিহার নির্বাচন। আর তার পরের বছরই রয়েছে বাংলায় বিধানসভা ভোট। এই আবহে কীভাবে ভোটে লড়বে বিজেপি, কোন বিষয়ের উপর জোর দেওয়া হবে সবটার পরিকল্পনা বোঝালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে ও বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ভোটে বিজেপিকে জেতাতে, বিহারে থাকা বাঙালিদের রাজ্যে ফেরত পাঠানোর আবেদন অর্জুন। এই ভোটারাই ‘গেম চেঞ্জার’ দাবি বিজেপি নেতার।

অর্জুন সিং এ দিন আবেদন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবের কাছে যাতে বাংলার যে সকল ভোটাররা কাজের জন্য বিহারে রয়েছেন, তাঁরা ফিরে এসে যেন বিজেপি-কে ভোট দেয়। প্রাক্তন সাংসদ বলেন, “এই সকল বাঙালিদের ভোট দিতে বাংলায় পাঠানো হোক। আর যাঁরা বিহারের ভোটার রয়েছেন, তাঁরা বাংলা থেকে গিয়ে বিহারে ভোট দেবেন। এটা যদি করা যায় তাহলে দুই রাজ্যেই বিজেপি জেতা নিশ্চিত।”

বস্তুত, একা অর্জুন নন, এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবাঙালি এবং হিন্দু ভোটের দিকেই নজর বেশি দিয়েছেন। এমনকী তিনি ‘হিন্দুদের বিধায়ক’ বলেও উল্লেখ করেছিলেন। এবার ভোটের আগে অর্জুনের মুখেও সেই শুরু।

অর্জুন সিংয়ের বক্তব্য, ভোটে আসন বাড়াতে মাঠে-ময়দানে নামতে হবে সকলকে। শুধু বক্তৃতা দিলেই হবে না। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ভারত-পাকিস্তান সংঘর্ষের উদাহরণও টেনেছেন। ভারত যে ভাবে নিজেকে শক্তিশালী করছে, সেই ভাবে বিজেপি-কেও শক্তিশালী করতে হবে বলে মনে করেছেন তিনি। বলেছেন, “বিজেপির ডিফেন্স সিস্টেম মজবুত করতে হবে। প্রধানমন্ত্রী যেমন ডিফেন্স সিস্টেম মজবুত করে তিন ঘণ্টা মধ্যে পাকিস্তানকে ভারতে বসেই সবক শিখিয়েছে, তেমনি বিজেপির ডিফেন্স সিস্টেম মজবুত করতে হবে। শুধু ভাষণ দিলে আর ভাষণ শুনলে হবে না। আমরা শুধু ভাষণ দিই ভাষণ শুনি তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়ি।”