Bhatpara Bombing: ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে চরমে তরজা ‘দুই ফুলে’ থাকা পিতা-পুত্রের মধ্যে

Bhatpara: অপরদিকে পবং সিং-এর দাবি পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না। সেই কারণে এমন ঘটনা ঘটছে দাবি পবনের।

Bhatpara Bombing: ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে চরমে তরজা দুই ফুলে থাকা পিতা-পুত্রের মধ্যে
অর্জুন-পবনের ঠান্ডা লড়াই?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 26, 2022 | 1:36 PM

ভাটাপাড়া: ভাটপাড়া (Bhatpara) বিস্ফোরণ নিয়ে তরজা তুঙ্গে। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানকার বিজেপি বিধায়ক অর্জুন পুত্র পবন সিং (Pawan Singh)। আবার ওই এলাকারই সাংসদ অর্জুন সিং (Arjun singh) বর্তমানে তৃণমূলে যোগদান করেছেন। ফলত, দুষ্কৃতী তাণ্ডবের ঠান্ডা লড়াই প্রকাশ্যে। জুয়া খেলা নিয়ে বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ অর্জুনের। অপরদিকে পবং সিং-এর দাবি পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না। সেই কারণে এমন ঘটনা ঘটছে দাবি পবনের।

কী ঘটেছিল?

গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু হয় এক কিশোরের। রেললাইনের ধারেই পড়েছিল তাজা বোমা। জানা যায়, ঘটনার ৫ ঘণ্টা পর এলাকায় এসে পৌঁছয় সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরা। তাজা বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। প্রশ্ন উঠতে থাকে কেন বার বার ভাটপাড়া-জগদ্দল এলাকায় মুড়ি-মুড়কির মত বোমা উদ্ধার হয়? কেন থামানো যাচ্ছে না দুষ্কৃতী দৌরাত্ম্য?

গতকাল যদিও, অশান্তির পিছনের কারণ হিসাবে জুয়ার ঠেকের রমরমাকেই দায়ী করেছিলেন সাংসদ অর্জুন সিং। বলেন, ‘জুয়ামুক্ত শহর করতে হবে। এর আগেও রেললাইনে বোমা পাওয়া গিয়েছিল। ওখানে এক ক্রিমিনাল আছে, জুয়া খেলে। অপরাধীরা তো কোনও ঠিক থাকে না। এরা বোম, পিস্তল নিয়ে সবসময় ঘুরে বেরোয়।’ রেললাইনের ধারে বোমা ফাটার বিষয়ে অর্জুন সিংয়ের বিশ্লেষণ, ‘জুয়া খেলার সময় রেল লাইনের পাশে বোমটা রেখে গিয়েছে। তারপর জুয়া খেলেছে, মদ খেয়েছে, ঘুরে চলে গিয়েছে। এরপর সকালে বাচ্চাটি ঘুম থেকে উঠে ওটি নিয়ে খেলতে গিয়ে ফেটে গিয়েছে।’

প্রশাসনের কাছে অর্জুন সিংয়ের অনুরোধ, ‘আমি প্রশাসনকে বার বার বলব, অতি দ্রুত ভাটপাড়া, জগদ্দল, শ্যামনগর… এই সব জায়গাকে জুয়ামুক্ত অঞ্চল করতে হবে।’ এরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেন, ‘জুয়ার ঠেক খোলার কারণে, জুয়া খেলতে যাচ্ছে… সেখানে পয়সার হার-জিত হচ্ছে। তারপর গুলি চলছে। ২৬ নম্বর রেলগেটের ওখানে একটি খুন হয়েছিল। জুয়ার ঠেকের মধ্যে খুন হয়েছিল, আবার সেখানে জুয়া চালু হয়েছে। জুয়ার রাশ টানা যাচ্ছে না।’

যদিও, অর্জুন পুত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন। পবন সিং প্রশ্ন তুলেছেন, এত বোমা-মশলা আসছে কোথা থেকে? পুলিশ কেন ধরতে পারছে না? পুলিশ যদি এই সবের উৎপত্তি জানতে পারে তাহলেই আর এই ধরনের ঘটনা ঘটে না। পিতা-পুত্রের এ হেন প্রতিক্রিয়ায় পর উত্তাপ চড়েছে রাজনীতিতে। অর্জুন-পবনের মধ্যে ঠান্ডা লড়াই চোখে পড়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের।