Arjun Singh: সত্যিই অর্জুনের শরীরে ঢুকেছে রাশিয়ান বিষ? সাত সকালে হাসপাতালে ছুটলেন বিজেপি নেতা
Arjun Singh: শুধু তাঁকেই নয়, অর্জুন সিং-এর আশঙ্কা শুভেন্দু অধিকারী ও আরও চারজনকে একইভাবে মারার পরিকল্পনা করা হয়েছে। বাকি চারজনের নাম বলতে চাননি তিনি।
ব্যারাকপুর: চেয়ারে স্প্রে করা থাকবে রাশিয়ান বিষ। আর সেটা শরীরে ঢুকলেই কয়েক মাসের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে! এমন আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং। সম্প্রতি সিআইডি তাঁকে একটি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদ করে। তার আগেই এই আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্জুন। তিনি দাবি করেছিলেন, রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে সেই বিষ। আর এবার হাসপাতালে ছুটলেন তিনি।
গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিং-কে। আর তার ঠিক দু দিন পর শনিবার সকালে হাসপাতালে যেতে দেখা গেল বিজেপি নেতাকে। এদিন সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানেই পরীক্ষা হবে, তাঁর শরীরে কোনও বিষ ঢুকেছে কি না। কারণ তাঁর আশঙ্কা, সিআইডি জিজ্ঞাসাবাদের সময়ই চেয়ারে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে ওই বিষ।
অর্জুন সিং জানিয়েছেন, রাশিয়ান কেমিক্যাল তাঁর শরীরে সিআইডি প্রয়োগ করেছে কি না, সেটা জানার জন্যই এই মেডিক্যাল টেস্ট করাতে যাচ্ছেন তিনি। যদি কোনও বিষ তাঁর শরীরে প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
এই খবরটিও পড়ুন
শুধু তাঁকেই নয়, অর্জুন সিং-এর আশঙ্কা শুভেন্দু অধিকারী ও আরও চারজনকে একইভাবে মারার পরিকল্পনা করা হয়েছে। বাকি চারজনের নাম বলতে চাননি তিনি।
উল্লেখ্য, চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে তলব করে সিআইডি। সিআইডি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি।