Arjun Singh Exclusive: ‘পুলিশের থেকেও বেশি নিরাপত্তা’, মাফিয়ার অর্থ বোঝালেন অর্জুন

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 08, 2023 | 5:20 PM

Raju Jha Murder Case: সাংসদ অর্জুন সিংয়ের ব্যাখ্যা, রাজু ছিল একজন ব্যবসায়ী, কোনও মাফিয়া নয়। কেন এমন বলছেন তিনি?

Arjun Singh Exclusive: পুলিশের থেকেও বেশি নিরাপত্তা, মাফিয়ার অর্থ বোঝালেন অর্জুন
অর্জুন সিং

Follow Us

কলকাতা: শক্তিগড়ে কিছুদিন আগে খুন হয়েছেন কয়লা কারবারি রাজু ঝা (Raju Jha)। তারপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। রাজুর ব্যবসায়িক পরিচয় থেকে শুরু করে রাজনৈতিক সখ্যতা, সব কিছু নিয়েই গুঞ্জন শুরু হয়েছে। এই রাজুর সঙ্গে পূর্ব পরিচিতি ছিল সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh)। সাংসদের দেশের বাড়ি থেকে দশ কিলোমিটারের মধ্যেই রাজু ঝার বাড়ি। শোনা যাচ্ছে, এই রাজু ঝা নাকি অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। কেউ কেউ আবার বলছে রাজু কয়লা মাফিয়া ছিল। শাসক শিবিরের একাংশও রাজুকে কয়লা মাফিয়া বলে দেগে দিচ্ছে। কিন্তু সাংসদ অর্জুন সিংয়ের ব্যাখ্যা, রাজু ছিল একজন ব্যবসায়ী, কোনও মাফিয়া নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজু ইস্যুতে দলের লাইনের থেকে ভিন্ন সুর সাংসদের গলায়? যদিও এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিতে চাননি সাংসদ।

রাজুর মাফিয়া তত্ত্ব উড়িয়ে অর্জুন সিং বলছেন, ‘মাফিয়া মানে কী? মাফিয়া মানে হল সঙ্গে জেড প্লাস প্লাস নিরাপত্তা। মাফিয়া মানে পুলিশের থেকেও বেশি নিরাপত্তা থাকে। সেখানে একজন একা বসে থাকল, দু’জন এসে গুলি মেরে চলে গেল। এভাবে মাফিয়া শব্দটার অপমান হচ্ছে।’ রাজু ঝার মৃত্যুর পরে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাংসদ। দল কি সেই বিষয়টি জানত? প্রশ্ন করায় অর্জুনের সটান জবাব, রাজু ঝার সঙ্গে তাঁর সম্পর্ক লুকানোর কিছু নেই। বললেন, ‘আমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল। তাই তো আমি গিয়েছিলাম। তাঁর পরিবারের পাশে আমি আছি। এর জন্য কোনও চিন্তা নেই আমার। কারও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে দলের কী করার আছে? আমি তো দলবিরোধী কাজ করতে যাইনি। একজন মানুষ যিনি সোশ্যালি খুব অ্যাকটিভ ছিলেন, তিনি খুন হয়ে গেলেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সেখানে গিয়েছিলাম।’

আর এতে আসলে তৃণমূলেরই লাভ বলে মনে করছেন সাংসদ। অর্জুন সিংয়ের ব্যাখ্যা, তিনি সেখানে যাওয়ার ফলে যাঁরা রাজুর অনুগামী ছিল, তাঁরা মনে করছে অর্জুন সিং তৃণমূলের লোক হলেও পাশে দাঁড়াচ্ছে। অন্য কেউ তো (বিজেপির নেতৃত্ব) পাশেও দাঁড়াচ্ছে না। এটা তো আমার দলেরই লাভ। মানুষের বিশ্বাস তো আমার দলের উপরেই বাড়বে।’ প্রসঙ্গত, সম্প্রতি রাজুর একটি পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে রাজুকে বলতে শোনা যাচ্ছে, ‘বিজেপির জন্য যদি জীবনও চলে যায়, কিছু যায় আসে না।’ সেই নিয়েও বিজেপিকে খোঁচা দেন সাংসদ। বললেন, ‘কোন ঘটনা প্রেক্ষিতে রাজুর এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা জানি না। যদি এটা সত্যিই হয়, তাহলে বিজেপি কোথায়? বিজেপির জন্য এত বড় কথা বলার পরেও বিজেপি যদি পাশে না দাঁড়ায়, তাহলে তো বিজেপি কর্মীরাই হতাশ হয়ে পড়বে।’

Next Article