Bagda: ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ
Bagda: বিজেপির অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি । পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ।

উত্তর ২৪ পরগনা: ৯ বছরের নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে যৌন হেনস্থা করার অভিযোগে তৃণমূলের ৭৪ বছরের প্রাক্তন বুথ সভাপতিকে গ্রেফতার করল পুলিশ ।অভিযোগ, ৭৪ বছরের প্রতিবেশী দাদু খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেন । নাবালিকা পরিবারের কাছে জানাতেই পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা খানার পুলিশ ।
বিজেপির অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি । পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ।
অন্যদিকে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, “বয়সের ভারে অভিযুক্ত এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তেমনভাবে যুক্ত নেই। আইন আইনের পথে চলবে । তিনি দোষী হলে পুলিশ ব্যবস্থা নেবে।





