Bangaon Municipality: ৭ দিনের মধ্যে বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ!

| Edited By: জয়দীপ দাস

Nov 09, 2025 | 4:25 PM

Bangaon Municipality News: বনগাঁ পুরসভার ১৭ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকও হয়। সেখানে দলের নির্দেশকেই মান্যতা দেওয়া হয়েছিল বলে জানান বিশ্বজিৎ। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে গোপাল শেঠকে। এই নির্দেশ না মানলে দল কঠোর পদক্ষেপ করবে বলেও জানানো হয়েছে।

বনগাঁ: আগামী ৭ দিনের মধ্যে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ। চিঠি দিয়ে জানালেন বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। ৬ তারিখ দল ইস্তফার নির্দেশ দিলেও তা মানেননি গোপাল শেঠ। বনগাঁ পুরসভার ১৭ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকও হয়। সেখানে দলের নির্দেশকেই মান্যতা দেওয়া হয়েছিল বলে জানান বিশ্বজিৎ। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে গোপাল শেঠকে। এই নির্দেশ না মানলে দল কঠোর পদক্ষেপ করবে বলেও জানানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই বনগাঁর রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর।