AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI র‌্যাডারে বরানগর পুরসভা, ৩২ পুরকর্মীকে তলব

CBI: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। এই প্রথমবার বরানগর পুরসভার একসঙ্গে ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI র‌্যাডারে বরানগর পুরসভা, ৩২ পুরকর্মীকে তলব
সিবিআই র‌‌্যাডারে বরানগর পৌরসভাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 8:43 AM
Share

উত্তর ২৪ পরগনা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতি বাড়াচ্ছে সিবিআই। এবার সিবিআই স্ক্যানারে বরানগর পুরসভা। বরানগর পুরসভার ৩২ জনকে তলব করেছে সিবিআই। ২০-২৯ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার শিক্ষক, ক্লার্ক, গাড়িচালকদের তলব করা হয়েছে। পুর পারিষদ স্বাস্থ্যের দাবি, তিনি ওই সময়ে দায়িত্বে ছিলেন না।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। এই প্রথমবার বরানগর পুরসভার একসঙ্গে ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে সিবিআই। ২০ তারিখ থেকে ২৯ তারিখের মধ্যে এই ৩২ জনকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।

মূলত বরানগর পুরসভার শিক্ষক, ক্লার্ক,গাড়ির চালক ও মজদুর বিভাগের কর্মীদের তলব করা হয়েছে এই নোটিসে। সিবিআইয়ের এই তলব করা প্রসঙ্গে বরানগর পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পাল বলেন, “পুর নিয়োগের সময় আমি পৌরসভার দায়িত্বে ছিলাম না। আইন আইনের পথে চলবে।” পাশাপাশি এই বিষয়ে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, “যত পৌরসভা আছে সেখানে চাকরি বিক্রি হয়ে গিয়েছে। পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে। তার তদন্ত করবে সিবিআই কোর্টের নির্দেশে। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েও তৃণমূল কংগ্রেসের লাভ হয়নি।”