
বারাসত: সামনে টাকার বান্ডিল সাজানো রয়েছে। পাশে চেয়ারে বসে তৃণমূল নেতা। এক ব্যবসায়ীও রয়েছেন পাশে। এমনই একটি ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ল উত্তর ২৪ পরগনার বারাসতে। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে বারাসত ১ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে। কিন্তু, এত টাকা কীসের জন্য? ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
গিয়াসউদ্দিন মণ্ডল এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, টেবিলের উপর পাঁচশো টাকার নোটের বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। পাশের চেয়ারে বসে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। স্থানীয় এক ব্যবসায়ীও রয়েছেন সেখানে। ওই ঘরেই টাকা গুনতে দেখা যাচ্ছে ২ জনকে। ওই টাকা কীসের, তা জানতে গিয়াসউদ্দিনকে ফোন করা হয়। তবে ফোন ধরেননি তিনি।
বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, “গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এইসব চোর, মাফিয়াদের নিয়েই তৃণমূল দলটা চলছে। এবং পশ্চিমবঙ্গকে কীভাবে লুট করছে, এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালবাসেন না। যেখানেই দেখেন পাহাড়, টাকার পাহাড় সেখানেই থাকেন। গিয়াসউদ্দিন মণ্ডল ও তাঁর সঙ্গে যুক্তদের অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে এই টাকার উৎসের সন্ধান করা দরকার।”
এই টাকার পাহাড় নিয়ে তৃণমূলের তরফেও এখনও কোনও মন্তব্য করা হয়নি। ২০২২ সালের জুলাইয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল। এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির টাকার পাহাড়ের সামনে বসে থাকার ভিডিয়ো ঘিরে নতুন করে বিতর্ক বেড়েছে।