Barasat Murder: বাইরে পড়ে সংবাদপত্র, দরজা বন্ধ, চুরি করতে এসে বাধা পেয়ে একাকী বৃদ্ধাকে ‘খুন’
Barasat Murder: সোমবার মধ্যরাতে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয়। বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, রোববার রাতে তাঁর বাড়িতে চুরি করতে গিয়েছিল দুষ্কৃতীরা।
বারাসত: বারবার মাকে ফোন করে পাননি। প্রতিবেশী ‘কাকিমা’কে ফোন করে জানতে পারেন, বাড়ির দরজা বন্ধ। বাইরে পড়ে রয়েছে সংবাদপত্র। তড়িঘড়ি বাবার বাড়িতে আসেন মেয়ে। দেখেন দরজা খোলাই। ভিতরে পা রাখতেই দেখেন রক্তে ভেসে যাচ্ছে মাটি। শোওয়াল ঘরে পড়ে মায়ের রক্তাক্ত দেহ। ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড। বারাসতের কালীবাড়ি এলাকায় ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চুরি করতে বাধা পেয়েই বৃদ্ধাকে খুন করেছে দুষ্কৃতীরা। কারণ ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড অবস্থায় ছিল।
বারাসতের কালীবাড়ি এলাকার ইলেকট্রিক সাপ্লাই অফিসের কাছে ওই বৃদ্ধার বাড়ি। তাঁর মেয়ের শ্বশুরবাড়ি বেলঘরিয়ায়। তাঁর ছেলে কর্মসূত্রে পুনেতে কর্মরত। রবিবার রাত থেকে মেয়ে তাঁর মাকে ফোনে পাচ্ছিলেন না। তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর তিনি প্রতিবেশী কাকিমাকে ফোন করেছিলেন। তিনিই গিয়ে দেখেন, ঘরের দরজা বন্ধ রয়েছে। বিপদ বুঝেই তিনি মেয়েকে সবটা জানান। খবর দেওয়া হয় থানায়।
সোমবার মধ্যরাতে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয়। বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, রোববার রাতে তাঁর বাড়িতে চুরি করতে গিয়েছিল দুষ্কৃতীরা। বাধা পেয়ে ওই বৃদ্ধাকে খুন করে পালিয়েছে। সোমবার সারাদিন ওই ভাবেই ঘরে পড়েছিল বৃদ্ধার দেহ।
ছেলে মেয়ে বাইরে থাকেন। স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা সবটাই আগে থেকে জানত। সেই মোতাবেকই পরিকল্পনা করেছিল তারা। কিন্তু অপারেশনে বাধা পাওয়াতেই খুন বলে অনুমান। আপাতত সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জেরা করা হচ্ছে।