Barasat: সিঁড়িতে পড়ে থাকা কাগজে লেখা নিতান্তই একটা শব্দ! ভোটের আগে বড় বিপদের হাতছানিতে ভয়ে কাঁটা পরিবার
Barasat: কী লেখা রয়েছে, তা বুঝতে না পেরে ছেলে সুব্রত সরকারকে ডাক দেন। তিনি গিয়ে দেখেন, কাগজে লেখা রয়েছে 'সাবধান'। ঘটনা জানাজানি হতেই ঘটনার খবর পেয়ে হাবড়া বদর ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।

বারাসত: ঘর থেকে বেরনোর সিঁড়ির ওপরেই পড়ে ছিল একটা সাদা কাগজ। আর তাতে লেখা একটাই শব্দ। পাশে পড়ে ছিল রজনীগন্ধার মালা। কিন্তু অক্ষরজ্ঞান না থাকায় সেই শব্দটুকুও পড়তে পারেননি বিজেপি কর্মীর বৃদ্ধ বাবা-মা। ডেকে আনেন ছেলেকে। আর তারপরই আশঙ্কা-আতঙ্ক ঘিরে ধরে গোটা পরিবারকে। কাগজে লেখা ছিল ‘সাবধান’। এলাকায় খবর চাউর হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার হায়দার বেলিয়া ৪৫ নম্বর বুথের বিজেপি কর্মী সুব্রত সরকারের বাড়িতে হুমকি পোস্টার পড়ে বলে অভিযোগ। ওই বিজেপি কর্মী তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। বাবা অমৃত সরকার পেশায় দিনমজুর ও মা বেলা গৃহবধূ। শনিবার সকালে বেলা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির সামনে ঘরের সিঁড়ির উপর একটি কাগজ রয়েছে, তার পাশে রয়েছে রজনীগন্ধার মালা।
কী লেখা রয়েছে, তা বুঝতে না পেরে ছেলে সুব্রত সরকারকে ডাক দেন। তিনি গিয়ে দেখেন, কাগজে লেখা রয়েছে ‘সাবধান’। ঘটনা জানাজানি হতেই ঘটনার খবর পেয়ে হাবড়া বদর ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। ঘটনায় সুব্রত সরকার সরাসরি ওই এলাকার তৃণমূল নেতৃত্বদের দিকেই আঙুল তুলছেন তিনি।
বিজেপি কর্মী সুভাষ সরকারের দাবি, ৪৫ নম্বর বুথে বরাবরই বিজেপি ভালো ফল করে। তাই তাঁদের ধমকে চমকে যদি কিছু ভোট নেওয়া যায়, তার চেষ্টা করছে।
স্থানীয় তৃণমূল নেত্রীর দাবি, “সুব্রত সরকার সেই মাপের নেতা কর্মী নন, তাঁকে ভয় দেখাতে হবে। এটা বিজেপির আদি ও নব্যের মধ্যে গন্ডগোলের জন্যই এ ধরনের ঘটনা ঘটেছে।”
