barrackpore police commissionerate: আর্থিক ভাবে প্রতারিত হয়েছেন? রাজ্য পুলিশ চালু করেছে নতুন নম্বর, অভিযোগ জানালে মিলবে সমাধান
barrackpore police commissionerate: প্রসঙ্গত, ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধি দল খড়দহ থেকে একজন। বিভিন্ন জায়গা থেকে আরও সাতজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন মানুষকে একাধিক ভাবে প্রতারণা করত।
ব্যারাকপুর: বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুর এলাকায় সাইবার অপরাধের খবর আসছিল। সম্প্রতি এই অভিযোগে সাতজন গ্রেফতারও হয়। আর এই সাফল্য পাওয়ার পরই সাইবার ক্রাইম রুখতে কড়া পদক্ষেপ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। চালু হল নতুন নম্বর।
প্রসঙ্গত, ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধি দল খড়দহ থেকে একজন। বিভিন্ন জায়গা থেকে আরও সাতজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন মানুষকে একাধিক ভাবে প্রতারণা করত। আনুমানিক কয়েক কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করেছে এই চক্র। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০টি ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড সহ একাধিক মোবাইল ফোন এবং দুটি ল্যাপটপ। তাছাড়াও বিভিন্ন কম্পিউটারে হার্ডডিস্ক সহ ৮৩ হাজার টাকা নগদ। এদিন সাইবার ক্রাইম নিয়ে সচেতন করতে গিয়ে একটি ফোন নম্বর চালু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নম্বরটি হল ১৯৩০।
এ প্রসঙ্গে, ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, “১৯৩০-তে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। ২৪ ঘণ্টা আমাদের দল তৎপর। যদি কখনও ফোন না তুলতে পারেন কেউ। আমরাই তাদের কল ব্যাক করব। গোটা পশ্চিমবঙ্গের ফোন রিসিভ করা হবে।