বসিরহাট: চলছে রাজ্যের বড় বোর্ড পরীক্ষা। তার মধ্যেই চলছে সিবিআই রেড। শনিবার সকালে বসিরহাটে হানা দেয় সিবিআই। সূত্র মারফত জানা যাচ্ছে, রজতকুমার মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। জানা যাচ্ছে, রজত কুমার মণ্ডল এসডিও অফিসের উচ্চপদস্থ আধিকারিক।
কুয়াশাচ্ছন্ন সকালেই আচমকা রজতের বাড়িতে কড়া নাড়ে সিবিআই। কী কারণে তল্লাশি, তা প্রাথমিকভাবে পরিষ্কার হচ্ছিল না। পরে জানা যাচ্ছে, এসসিএসটি-ওবিসি শংসাপত্র জাল করা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে রজতের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
বেশ কিছুদিন আগে বসিরহাট মহাকুমা শাসকের দফতর থেকে তাঁর বদলি হয় বারাসাতে। বর্তমানে বারাসাতেই তিনি কর্মরত। প্রসঙ্গত, তফসিলি জাতি উপজাতি শংসাপত্র জাল ধরার একাধিক অভিযোগ এর আগে উঠেছে। মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ছাত্র ভর্তির অভিযোগ ওঠে। তা নিয়ে রাজ্যে এখন চরম শোরগোল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার দায়িত্ব সিবিআই-কে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেন। তা নিয়ে দুই বিচারপতি দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছয়, তাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। বর্তমানে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। এর মধ্যেই ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে SDO অফিসের আধিকারিকের বাড়িতে তল্লাশি।