Basirhat: প্রেসার মাপার নাম করে হাসপাতালেই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ
Basirhat: নিগৃহীতার বয়ান অনুযায়ী, দুদিন ধরে তিনি গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোর চারটে নাগাদ হাসপাতালের এই কর্মী তাঁর কাছে প্রেসার মাপার নাম করে আসেন। তাঁকে বাথরুমে ডেকে নিয়ে যান। সেখানেই তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

বসিরহাট: হাসপাতালের মধ্যেই প্রেসার মাপার নাম করে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ হাসপাতাল কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই অভিযুক্তকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ঘটনা। ঘটনার প্রতিবাদে হাড়োয়া হাসপাতালের সামনে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে অবরোধ বিক্ষোভ প্রদর্শন রোগীর আত্মীয়দের।
নিগৃহীতার বয়ান অনুযায়ী, দুদিন ধরে তিনি গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোর চারটে নাগাদ হাসপাতালের এই কর্মী তাঁর কাছে প্রেসার মাপার নাম করে আসেন। তাঁকে বাথরুমে ডেকে নিয়ে যান। সেখানেই তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
পরে ভিজিটিং আওয়ার্সে যখন আত্মীয়রা আসেন, তখন সবটা বলেন ওই তরুণী। এই খবর জানতে পেরে ওই তরুণী আত্মীয়রা হাসপাতালে জমায়েত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। এই ধরনের ঘটনায় আতঙ্কে বাকি রোগীর পরিজনরাও।
তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে হাসপাতালের তরফেও কড়া পদক্ষেপ করা হবে।

