Basirhat: পুরো সিনেমার গল্প যেন! মাটি খুঁড়ে বেরিয়ে এল রাশি রাশি গুপ্তধন

Basirhat: মাটি কাটতে কাটতেই হঠাৎই বেরিয়ে পড়ে কিছু চকচকে ধাতব মুদ্রা।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 02, 2023 | 11:57 AM

1 / 4
বসিরহাটের সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বোলদেঘাটা গ্রামে অমরুত প্রকল্পের পাইপ বসানোর জন্য মাটি কাটার কাজ চলছিল। মাটি কাটতে কাটতেই হঠাৎই বেরিয়ে পড়ে কিছু চকচকে ধাতব মুদ্রা।

বসিরহাটের সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বোলদেঘাটা গ্রামে অমরুত প্রকল্পের পাইপ বসানোর জন্য মাটি কাটার কাজ চলছিল। মাটি কাটতে কাটতেই হঠাৎই বেরিয়ে পড়ে কিছু চকচকে ধাতব মুদ্রা।

2 / 4
ক্রমশ মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ে একটি মাটির ভাঁড়, তার ভেতর থেকে বেরোতে থাকে অজস্র মুদ্রা। ভালো করে খেয়াল করতেই এলাকাবাসীর চক্ষু চড়কগাছ। এই ধাতু মুদ্রা গুলি সাধারণ কোন ধাতুর নয়, প্রত্যেকটি মুদ্রাই রূপোর, যার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। প্রতিটা রূপোর মুদ্রায় রানি ভিক্টোরিয়ার প্রতীকি চিত্র তার সঙ্গে এডওয়ার্ড সেভেন নামাঙ্কিত।

ক্রমশ মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ে একটি মাটির ভাঁড়, তার ভেতর থেকে বেরোতে থাকে অজস্র মুদ্রা। ভালো করে খেয়াল করতেই এলাকাবাসীর চক্ষু চড়কগাছ। এই ধাতু মুদ্রা গুলি সাধারণ কোন ধাতুর নয়, প্রত্যেকটি মুদ্রাই রূপোর, যার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। প্রতিটা রূপোর মুদ্রায় রানি ভিক্টোরিয়ার প্রতীকি চিত্র তার সঙ্গে এডওয়ার্ড সেভেন নামাঙ্কিত।

3 / 4
এই রৌপ‍্য মুদ্রার ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতবর্ষে ব্রিটিশদের শাসনকালে এই রৌপ‍্য মুদ্রার আগমন ঘটেছিল। রৌপ‍্যমুদ্রার খবর পেয়েই কাতারে কাতারে এলাকাবাসী হাজির হতে থাকে ঘটনাস্থলে, কেউ কেউ তো কিছু রুপোর মুদ্রা নিয়ে চম্পট দেয়। জমির মালিক জনৈক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এই জমি তাদের পূর্বপুরুষদের, তাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ ছিল কিনা জানা নেই। তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশদের শাসনকালে বিনিময় প্রথার জন্য এই রৌপ‍্য মুদ্রার আগমন হয়েছে বলেই মনে হয়।"

এই রৌপ‍্য মুদ্রার ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতবর্ষে ব্রিটিশদের শাসনকালে এই রৌপ‍্য মুদ্রার আগমন ঘটেছিল। রৌপ‍্যমুদ্রার খবর পেয়েই কাতারে কাতারে এলাকাবাসী হাজির হতে থাকে ঘটনাস্থলে, কেউ কেউ তো কিছু রুপোর মুদ্রা নিয়ে চম্পট দেয়। জমির মালিক জনৈক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এই জমি তাদের পূর্বপুরুষদের, তাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ ছিল কিনা জানা নেই। তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশদের শাসনকালে বিনিময় প্রথার জন্য এই রৌপ‍্য মুদ্রার আগমন হয়েছে বলেই মনে হয়।"

4 / 4
 জমির মালিক তথা এলাকাবাসীরা পুলিশ ও পিএইচই আধিকারিকদের খবর দেন। তাঁরা ঘটনাস্থল থেকে সেগুলোকে বাজেয়াপ্ত করে।

জমির মালিক তথা এলাকাবাসীরা পুলিশ ও পিএইচই আধিকারিকদের খবর দেন। তাঁরা ঘটনাস্থল থেকে সেগুলোকে বাজেয়াপ্ত করে।