BJP: ‘সুকল্যাণ নয় অকল্যাণ’, পদ পেতেই পোস্টার পড়ল TMC পার্টি অফিসে
BJP: জানা যাচ্ছে, সংশ্লিষ্ট পোস্টারে লেখা বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য 'অকল্যাণ, ক্ষতিকারক,ধ্বংসকারী'। সুকল্যাণ বৈদ্য 'দূর হটো' 'আমরা তোমাকে সভাপতি হিসেবে মানছি না। ইতি বসিরহাট বিজেপি কর্মীবৃন্দ'।

বসিরহাট: ছাব্বিশের ভোটের আগে গোষ্ঠী কোন্দল অব্যাহত। জেলা সভাপতি নিয়োগ করতেই শুরু বিতর্ক। বসিরহাটে নবনিযুক্ত বিজেপি-র (BJP) জেলা সভাপতি শুকল্যাণ বৈদ্যর নামে পোস্টার। আর সেই পোস্টার পড়ল বাদুড়িয়ার বিজেপি-র পার্টি অফিসে। যদিও, তড়িঘড়ি সেই পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট পোস্টারে লেখা বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য ‘অকল্যাণ, ক্ষতিকারক,ধ্বংসকারী’। সুকল্যাণ বৈদ্য ‘দূর হটো’ ‘আমরা তোমাকে সভাপতি হিসেবে মানছি না। ইতি বসিরহাট বিজেপি কর্মীবৃন্দ’। ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি-র দাবি বিরোধীরা পোস্টার মেরেছে। পাল্টা তৃণমূল বিজেপি নিয়ে মাথা ঘামাতে নারাজ।
এ প্রসঙ্গে প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “আমার কাছে খবর আছে বাদুড়িয়া পার্টি অফিসে পোস্টার আছে। উনি তো লড়াকু ছেলে। উদীয়মান ছেলে বলে সঙ্গে সঙ্গে পোস্টার পড়েছে।” অপরদিকে বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, “যে পরিমাণ কার্যকর্তাদের কাছ থেকে সাড়া পেয়েছি, তাতে এক-দুজন কোথায় কী করল না করল আমি অত ভাবি না। তৃণমূলের দালালরা এই সব করছে।” বাদুড়িয়া মেইন ব্লক তৃণমূল সভাপতি প্রতাপউদ্দিন আহমেদ বলেন, “ওদের গোষ্ঠী দ্বদ্বে জর্জরিত। ওদের কোনও সংগঠন নেই। এখানে তৃণমূল শক্তিশালী। তাই ওদের নিয়ে কোনও মাথা ব্যথা বা চিন্তাই নেই।” উল্লেখ্য, তবে শুধু বসিরহাট নয়, পোস্টার পড়েছে জলপাইগুড়িতেও ছাব্বিশের ভোটে বিজেপির গোষ্ঠী কোন্দল। নবনির্বাচিত বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলীয় কার্যালয় ঘেরাও করার ডাক দিল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। রবিবার বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় ঘেরাওয়ের ডাক বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী।





