AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চারটে খুন করেছি,’ অকপট গোবারডাঙা থেকে গ্রেফতার হওয়া বিহারের গ্যাংস্টার

বিহারের মোতিহারি জেলার দক্ষিণ ডেকাহা এলাকার বাসিন্দা রাহুলের অল্প বয়সেই অপরাধ জগতে হাতেখড়ি হয়। ২৫ জন শার্প শুটারকে নিয়ে ঠিক সিনেমার মতো দল তৈরি করে বিহারের ত্রাস হয়ে ওঠে সে।

'চারটে খুন করেছি,' অকপট গোবারডাঙা থেকে গ্রেফতার হওয়া বিহারের গ্যাংস্টার
নিজস্ব চিত্র
| Updated on: May 30, 2021 | 11:59 PM
Share

উত্তর ২৪ পরগনা: মুখভর্তি দাড়ি, গায়ে গোলাপি টি-শার্ট, এক নজরে নিতান্তই ছাপোষা যুবক। কিন্তু তার নামেই নাকি রীতিমতো কাঁপে বিহার। পুলিশের সামনে দাঁড়িয়েও অবলীলায় জানিয়ে দেয় চারটে খুন করেছে সে। শনিবার গভীর রাতে এহেন বিহারের কুখ্যাত সমাজবিরোধী রাহুল সাহানিকে গ্রেফতার করল গোবরডাঙা থানা ও বিহারের তিন থানার পুলিশ। কুখ্যাত এই গ্যাংস্টারের পুলিশের সামনে অকপট স্বীকারোক্তি, ‘চারটে খুন করেছি।’

পুলিশ সূত্রে খবর, বিহারের মোতিহারি জেলার দক্ষিণ ডেকাহা এলাকার বাসিন্দা রাহুলের অল্প বয়সেই অপরাধ জগতে হাতেখড়ি হয়। ২৫ জন শার্প শুটারকে নিয়ে ঠিক সিনেমার মতো দল তৈরি করে বিহারের ত্রাস হয়ে ওঠে গ্যাংস্টার রাহুল সাহানি। বিহার পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ছিল সে। এহেন অপরাধীকে গোবরডাঙা থেকে গ্রেফতার করল পুলিশ।

রাহুলের নামে বেশ কয়েকটি খুন, তোলাবাজি, বোমা বিস্ফোরণের অভিযোগ রয়েছে। এর সবকটিতেই ২৫ বছরের রাহুলই মাস্টারমাইন্ড। বছর খানেক আগে তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল বিহার পুলিশ। সম্প্রতি তিপ্ররা কুটি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দেয় এই গ্য়াংস্টার। পুলিশের তাড়া খেয়ে মাস ছয়েক আগে বিহার থেকে পালিয়ে গোবরডাঙা থানা এলাকায় ভাড়া বাড়িতে গোপন আস্তানা গাড়ে রাহুল সাহানি।

শনিবার গভীর রাতে বিহারের তিন থানার পুলিশ ও গোবরডাঙ্গা থানার পুলিশের অভিযানে গ্রেফতার হয় এই সমাজবিরোধী। গ্রেফতারের সময় ক্যামেরার সামনে রাহুল অবলীলায় জানায়, ‘চারটে খুন করেছি।’ রবিবার বারাসাত আদালত মারফত ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হয় বিহারের উদ্দেশে।

আরও পড়ুন: সিতাইয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য