AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: এরপর বুথে ঢুকে TMC-র গুন্ডারা প্যারা মিলিটারীদের মারবে: অর্জুন

North 24 Pargana: এখানে উল্লেখ্য, এসআইআর-এর ফর্ম ৭ জমা নিয়ে জেলায়-জেলায় কম অশান্তি হচ্ছে না। কখনও তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন, কখনও আবার তাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। কেউ-কেউ আবার সোজাসাপ্টা বলেই দিচ্ছেন, 'শুনানি চলতে দেব না'।

SIR: এরপর বুথে ঢুকে TMC-র গুন্ডারা প্যারা মিলিটারীদের মারবে: অর্জুন
অর্জুন সিংImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2026 | 11:02 PM
Share

উত্তর ২৪ পরগনা: এতদিন তৃণমূল নেতারা নির্বাচন কমিশনকে দুষছিলেন। এবার বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ করল কমিশনকে। গতকাল ফর্ম সেভেন জমা দিতে গিয়ে জেলায় জেলায় আক্রান্ত হয়েছে বিজেপি নেতৃত্ব। অথচ কমিশন নিষ্ক্রিয়। সেই নিয়ে প্রশ্ন ছুড়েছেন তিনি।

ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর ভেবেছেন ভোট করতে দেবে? এরপর বুথে বুথে ঢুকে তৃণমূলের গুন্ডারা প্যারা মিলিটারীদেরকে মারবে।” অর্জুন সিং-এর মতে নির্বাচন কমিশনের উচিত ছিল দু’জন জেলশাসক, এসডিওকে বহিষ্কার করা। তাহলে SIR সুষ্ঠভাবে সম্পন্ন করা যেত।

এখানে উল্লেখ্য, এসআইআর-এর ফর্ম ৭ জমা নিয়ে জেলায়-জেলায় কম অশান্তি হচ্ছে না। কখনও তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন, কখনও আবার তাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। কেউ-কেউ আবার সোজাসাপ্টা বলেই দিচ্ছেন, ‘শুনানি চলতে দেব না’। মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম হুমকি দিয়ে বলেছিলেন, নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেবেন। বলেন, “কঞ্চি নয়, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দিতে হবে। তুমি আকাশে আছ, পাতাল থেকে ছেঁড়ছে বের করব একটা-একটা করে।” ফলত, যে সকল তৃণমূল বিধায়ক এবং নেতারা এই ধরনের আচরণ করছিলেন, মমতার নির্দেশের পর এবার তাঁরা থামবেন কি না এখন তাই দেখার।