AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Poll Violence: তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

তৃণমূলের বিজয় মিছিল থেকেই ওই বিজেপি প্রার্থীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

Post Poll Violence: তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে বিজেপি বিধায়ক। নিজস্ব চিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 8:20 AM
Share

বনগাঁ: পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক হিংসার ঘটনার সাক্ষী থেকেছে বঙ্গবাসী। ভোটের ফল প্রকাশের পরও তা অব্যাহত রয়েছে। এ বার বিজেপির এক প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিল থেকেই ওই বিজেপি প্রার্থীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক ও বিজেপির জেলা সভাপতি। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১২৫ নম্বর বুথের বিজেপির প্রার্থী ছিলেন বাবুরাম বিশ্বাস। তাঁর দাবি, তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বিজয় মিছিলের একটি গাড়ি তাঁর বাড়িতে ধাক্কা মেরে টালির চাল ভেঙে দেয়। বাবুরাম বিশ্বাস প্রতিবাদ করতেই তাঁকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাবুরাম বিশ্বাসকে হাসপাতালে দেখতে আসেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁ জেলা বিজেপি সভাপতি রামপদ দাস ।

এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “প্রশাসনের তরফ থেকে আমাদেরকে মিটিং মিছিল বন্ধ করে রাখা হয়েছে । কিন্তু তৃণমূল বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছে। চৌবেরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২৫ নম্বর বুথের বিজেপি প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে মারধর করা হয়েছে।” মারধরের অভিযোগ অস্বীকার করে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, “ওই ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন। এমন কোনও ঘটনা ঘটেনি। একদম ইচ্ছাকৃতভাবে এই অভিযোগ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।” যদিও এই বিষয়ে এখনও গোপালনগর থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি ।