
কলকাতা: যুবভারতী-কাণ্ডের পর সকলের মুখে একটাই কথা, এই রাজ্য পারল, ওই রাজ্য পারল শুধু বাংলাই পারল না। ইতিমধ্যেই বিরোধীরা এই ঘটনায় লেগে গিয়েছে রাজনীতির রঙ। তারপর সামনে আবার নির্বাচন। ফলে এই ঘটনার উত্তাপ ঠিক কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিরোধীরা এই ঘটনার দায় ঠেলেছে রাজ্য প্রশাসনের উপর। এই আবহের মধ্যেই এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় এলে তাঁরা আবার বাংলায় লিওনেল মেসিকে আনবেন। আর দেখিয়ে দেবেন খেলা কাকে বলে।
রবিবার উত্তর ২৪ পরগনার লেনিনগড়ে সভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আনুন বিজেপিকে। হায়দরাবাদ যদি পারে, দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, রেখা গুপ্তার দিল্লি যদি পারে, তাহলে আগামী দিনে বিজেপি এলে আমরা মেসিকে নিয়ে আসব। কী করে খেলা করতে হয় হায়দরাবাদ, মুম্বই, দিল্লির মতো আমরাই দেখাব। যদি, চন্দ্রবাবু নাইডু পারেন, রেখা গুপ্তা আর দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন আগামী দিনে বিজেপির মুখ্য়মন্ত্রীও পারবেন। ভরসা রাখুন।”
প্রসঙ্গত, ভারতে এসে সর্বপ্রথম মেসি এসেছিলেন কলকাতায়। এখানকার দর্শকরা মুখিয়ে ছিলেন তাঁকে এক ঝলক দেখার জন্য। তবে অভিযোগ উঠল নেতামন্ত্রী ও তাঁদের আত্মীয়-স্বজনদের ভিড়ে মেসিকে দেখতে পাননি তাঁরা। মেসি যুবভারতীতে নামার পনেরো মিনিটের মধ্যেই উত্তেজনা তৈরি হয়। তাঁকে ফিরিয়ে নিয়ে যান উদ্যোক্তরা। খবর পেয়ে মাঝ পথেই ফিরে যান মুখ্যমন্ত্রী। মেসিকে দেখতে না পেয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মাঠে আসা দর্শকদের একাংশ। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন এক আয়োজক। এই আবহের মধ্যেই এবার ফের মেসিকে আনার প্রতিশ্রুতি শুভেন্দুর।