দিলীপ ঘোষের পরিবর্তন যাত্রায় ট্যাবলোয় হামলা, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মিনাখাঁ

বিজেপির পরিবর্তন যাত্রায অশান্তি, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বসিরহাটের মিনাখাঁ, ঘটনাস্থলে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের পরিবর্তন যাত্রায় ট্যাবলোয় হামলা, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মিনাখাঁ
নিজস্ব চিত্র

|

Feb 20, 2021 | 6:49 PM

বসিরহাট:  বিজেপির পরিবর্তন যাত্রার ট্যাবলোয় হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল বসিরহাটে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে শনিবার পরিবর্তন যাত্রা শুরু হয় বসিরহাটের মিনাখাঁয়। সেই ট‍্যাবলোর উপর হামলার ঘটনায় উত্তেজনা ও সংঘর্ষে আহত হলেন তৃণমূল ও বিজেপি দুই পক্ষের বেশ কয়েকজন।

জানা গিয়েছে, শনিবার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে পরিবর্তন যাত্রার ট্যাবলো বাসন্তী হাইওয়ে হয়ে বসিরহাটের দিকে  যাচ্ছিল। মালঞ্চ বাজারের কাছে আচমকা সেই ট্যাবলোর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। আহত হন এক বিজেপি কর্মী। অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। ঘটনাস্থলে রয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: বিমল গুরুঙের বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

এদিকে পরিবর্তন যাত্রার ট্যাবলোয় থাকা এক বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার পর পাল্টা হামলা হয় তৃণমূলের উপর। তৃণমূলের এক পার্টি অফিস ভাঙচুর চলে বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন আহত হন বলে খবর। এদিকে তাঁদের উপর হামলার অভিযোগে বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করেছে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী রয়েছে। বিজেপির অভিযোগ, এভাবেই গণতন্ত্রকে আঘাত করছে তৃণমূল। বারবার বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। এদিন ট্যাবলো ছাড়াও বেশ কয়েকচটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, তাঁদের তিন চারজন কর্মী আহত হয়েছেন, একজন নিখোঁজ।